খাগড়াছড়ি জেলা পরিষদ ভবনের ছাদ ধসে নিহত ২
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:০২ পিএম, ৮ অক্টোবর ২০২২ শনিবার | আপডেট: ০৮:০৩ পিএম, ৮ অক্টোবর ২০২২ শনিবার
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ভবনের নির্মাণাধীন ছাদ ধসে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও পাঁচজন।
শনিবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। সাথে সাথেই ধসেপড়া ছাদের নিচে নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে কাজ শুরু হয়। পরে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও রেড ক্রিসেন্ট।
পরে মোট দুই জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম সাজ্জাদ (১৭)। আরেকজনের পরিচয় জানা যায়নি। আহত পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ছাদটি নির্মাণের যে সেন্টারিং তৈরি করা হয়েছে, সেটি দুর্বল ছিল।
উল্লেখ্য, ২০১৮ সালের দিকে পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক ভবন নির্মাণ শুরু হয়। ভবনটির সামনের অংশে ১৬ জন শ্রমিক কাজ করছিল বলে জানা গেছে।
এসবি/