ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

ইউক্রেনে এবার নতুন রুশ যুদ্ধবিমানের হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪১ এএম, ৯ অক্টোবর ২০২২ রবিবার

ইউক্রেন যুদ্ধে রুশ বিমানবাহিনী তাদের আধুনিকতম যুদ্ধবিমান সুখোই-৩৫এস ব্যবহার শুরু করেছে।

পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমান নিখুঁত লক্ষ্যে বিধ্বংসী হামলা চালাতে পারে। খবর স্পুটনিকের।

শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার সিদ্ধান্ত নিয়েছে, আর স্থলসেনা নয়। ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর নেতৃত্ব দেবে বিমানবাহিনী।

দেশটির সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, ইউক্রেন যুদ্ধে শামিল রুশ বাহিনীর সামগ্রিক পরিচালনার ভার দেওয়া হয়েছে বিমানবাহিনীর প্রধান সের্গেই সুরোভিকিনকে।

চলতি সপ্তাহেই ইউক্রেন যুদ্ধে রুশ বিমানবাহিনী তাদের আধুনিকতম যুদ্ধবিমান সুখোই-৩৫এস ব্যবহার শুরু করেছে।

পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমান নিখুঁত লক্ষ্যে হামলা চালানোর পাশাপাশি শত্রুপক্ষের রাডার ফাঁকি দিতে পারে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়য়ের দাবি।

ভলোদিমির জেলেনস্কির বাহিনীর প্রত্যাঘাতে গত এক মাসে উত্তর ইউক্রেনের খারকিভ, দক্ষিণের খেরসন এবং পূর্বে দোনবাস (দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল একত্রে এই নামে পরিচিত) বেশ কিছু এলাকা রুশ বাহিনীর হাতছাড়া হয়েছে।

আমেরিকার দেওয়া জ্যাভেলিন ক্ষেপণাস্ত্রে রুশ ট্যাঙ্ক বহরকে কার্যত তছনছ করেছে ইউক্রেন সেনা। পাশাপাশি, স্থলযুদ্ধে আমেরিকার দেওয়া আরেক ক্ষেপণাস্ত্র ‘হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম’ (হিমার্স) ব্যবহারেও সাফল্য পাচ্ছে তারা।

এমএম/