ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি নির্বাচিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৪ এএম, ১০ অক্টোবর ২০২২ সোমবার | আপডেট: ০৯:২৪ পিএম, ১১ অক্টোবর ২০২২ মঙ্গলবার

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর অঙ্গ সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটিতে সভাপতি মাহবুবুল ইসলাম প্রিন্স ও সাধারণ সম্পাদক আল মামুন নির্বাচিত হয়েছে। 

রোববার (৯ অক্টোবর) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়াম মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তাঁর জীবন ও কর্মের ওপর আয়োজিত আলোচনা সভা শেষে ২৫ সদস্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, কেন্দ্রীয় কমিটির আংশিক অংশ প্রকাশ করা হয়েছে। 

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব (প্রশাসন) বীর মুক্তিযোদ্ধা এমদাদ হোসেন মতিন, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এবিএম সুলতান আহমেদ, ঢাকা মহানগর কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লা, সম্প্রীতি বাংলাদেশের সদস্য-সচিব অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব স্বপ্নীল ও মাননীয় প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধার সন্তান মুহাম্মদ আরিফুজ্জামান নূরন্নবী। নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত সকল অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা জানান।

আলোচনা সভা শেষে প্রকাশিত মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, কেন্দ্রীয় কমিটির প্রেস বিজ্ঞপ্তি বলা হয়েছে যে, "বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর অঙ্গ সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির নীতিমালার ধারা-২৪ অনুযায়ী সভা আহবান করা হয়। উক্ত সভায় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, কেন্দ্রীয় কমিটির নীতিমালার ধারা-১৩ অনুযায়ী দীর্ঘদিন অনুপস্থিত, পারিবারিক ব্যস্ততা, শারীরিক অসুস্থতা ও সাংগঠনিকভাবে নিষ্ক্রিয় থাকার কারণে সংগঠনের সভাপতি শেখ আতিকুর বাবু এর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের সিদ্ধান্ত ইতিমধ্যে গৃহীত হয়েছে। সাংগঠনিক গতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে অনাস্থা সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি পূর্বের কমিটি ভেঙ্গে দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, কেন্দ্রীয় কমিটি নতুন ভাবে গঠন করার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। 

সংগঠনের সভাপতির বিরুদ্ধে উক্ত অনাস্থা প্রস্তাব ও নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দের নিকট প্রেরণ করা হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দের পরামর্শ ও অনুমতিক্রমে সাংগঠনিক গতিশীলতা নিশ্চিতকরণ ও সমগ্র বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধার সন্তানদেরকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড, কেন্দ্রীয় কমিটির নীতিমালা ধারা-১৫ অনুয়ায়ী মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, কেন্দ্রীয় কমিটিতে মাহবুবুল ইসলাম প্রিন্স কে সভাপতি ও আল মামুন কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করে নতুন ২৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। উক্ত নবগঠিত কেন্দ্রীয় কমিটি (আংশিক) দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম চলমান রাখবে। প্রয়োজনীয় যাচাই-বাছাই, যোগ্যতা ও সাংগঠনিক কর্মকাণ্ড বিবেচনাপূর্বক স্বল্প সময়ের মধ্যে নবগঠিত আংশিক কমিটির অন্যান্য শূন্য পদে বীর মুক্তিযোদ্ধার সন্তানদেরকে পদায়ন করা হবে।" 

নবগঠিত মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড, কেন্দ্রীয় কমিটির (আংশিক) নেতৃবৃন্দরা হচ্ছেন যথাক্রমে- সভাপতি: মাহবুবুল ইসলাম প্রিন্স, সহ-সভাপতি: মুহাম্মদ আরিফুজ্জামান নুরন্নবী, সহ-সভাপতি: এম আই কে রাশেদুল ইসলাম রাশেদ, সহ-সভাপতি: আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি: শাহজাহান ইসলাম, সহ-সভাপতি: শাহজাহান কবির, সহ-সভাপতি: সরোয়ার আলম চৌধুরী মনি, সহ-সভাপতি: ইঞ্জিনিয়ার আবু হানিফা, সহ-সভাপতি: আশরাফুল ফাহাদ, সাধারণ সম্পাদক: আল মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক: মীর মিজানুর রহমান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক: শের সম্রাট খান, যুগ্ম-সাধারণ সম্পাদক: মহব্বত হোসেন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক: মেহেদী মাহমুদ রেজা, সাংগঠনিক সম্পাদক: এ এম রাসেল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক: তালুকদার আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক: সাথী আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক: শাহরিয়ার হক সজীব, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: সুফি মহমদ শেখ সুজন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক: ইঞ্জিনিয়ার কামরুজ্জামান রাজু, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: মমিনুর  রহমান, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক: শরিফুল ইসলাম, সদস্য: আসিবুর রহমান খাঁন, সদস্য: মনির হোসেন মোল্লা, সদস্য: ফিরোজ আহমেদ সুজন।
কেআই//