খুলনার শ্রেষ্ঠ পরিবেশপ্রেমী ইবির অভয়ারণ্য
ইবি প্রতিনিধি
প্রকাশিত : ১১:০৬ এএম, ১০ অক্টোবর ২০২২ সোমবার | আপডেট: ১১:৪৯ এএম, ১০ অক্টোবর ২০২২ সোমবার
দেশব্যাপী পরিবেশপ্রেমী কর্মসূচিতে খুলনা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ‘অভয়ারণ্য’। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কিছু উদ্যমী তরুণ-তরুণীদের সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠন অভয়ারণ্য।
আমব্রেলা ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (৮ অক্টোবর) স্বেচ্ছাসেবী পরিবেশপ্রেমীদের নিয়ে মিলনমেলা অনুষ্ঠিত হয় সিলেটে। অনুষ্ঠিত মিলনমেলায় খুলনা বিভাগের শ্রেষ্ঠ পরিবেশপ্রেমী সম্মাননায় ভূষিত হয়েছে সংগঠনটি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিসট্রিক্ট ইন চার্জ ক্রাউন সিমেন্ট ইকবাল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিলেট জেলা পরিষদের সাধারণ সম্পাদক সামির মাহমুদ, সিলেট জেলা বার কাউন্সিলের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইমদাদ উল্লাহ শহীদুল ইসলাম, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দীন আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন আমেরিকায় বসবাসকারী বাংলাদেশী নাগরিক ফাতিহা আয়াত৷ যিনি বাংলাদেশের প্রকৃতি ও পরিবেশ নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করছেন৷
এরপর রাত ৮টায় সনদপত্র প্রদান শুরু হলে অভয়ারণ্যের হয়ে পুরষ্কার গ্রহণ করেন সংগঠনের সহ-সভাপতি ইশতিয়াক ফেরদৌস ইমন।
উল্লেখ্য, ‘অভয়ারণ্য’ ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নিয়ে কাজ করে ইতোমধ্যে অনেক সুনাম ও সাফল্য অর্জন করেছে।
এএইচ