ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের মৃত্যুবার্ষিকী পালিত

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ০২:৫৫ পিএম, ১০ অক্টোবর ২০২২ সোমবার

বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং নড়াইল জেলা প্রশাসন ও শিল্পী এসএম সুলতান ফাউন্ডেশনের নানা আয়োজনে দিবসটি পালন করা হয়।

এ উপলক্ষে সোমবার সকালে শিল্পীর বাসভবনে কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পরে শিল্পীর মাজারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, অতিরিক্ত জেলা প্রশাসক শ্বাশতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলামসহ সুলতান ভক্তরা।

এছাড়া রয়েছে চিত্রা নদীর তীরে শিশুদের ভ্রাম্যমান আর্টক্যাম্প, শিশু শিল্পীদের আঁকা চিত্রকর্ম প্রদর্শন, আলোচনা সভা ও বাউল গানের আসর।

১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়া গ্রামে বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন এসএম সুলতান।

চিত্রশিল্পের মূল্যায়ন হিসেবে এসএম সুলতান পেয়েছেন স্বাধীনতা ও একুশে পদকসহ অনেক খ্যাতি। প্রিয় জন্মভূমি নড়াইলের কুড়িগ্রাম এলাকায় সুলতান স্মৃতি সংগ্রহশালা চত্বরে চিরনিদ্রায় শায়িত আছেন বরেণ্য শিল্পী এসএম সুলতান।

এএইচ