সীমান্তে হত্যা ভারতের জন্য লজ্জার: মোমেন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:৫৯ পিএম, ১০ অক্টোবর ২০২২ সোমবার | আপডেট: ০৬:০৯ পিএম, ১০ অক্টোবর ২০২২ সোমবার
সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা ভারতের জন্য লজ্জাজনক এবং বাংলাদেশের জন্য দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
সোমবার (১০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদিকদের এক প্রশ্নে তিনি মন্ত্রী বলেন, “ভারত-বাংলাদেশ সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে সীমান্তে হত্যা বন্ধের জন্য। তারা যদি তাদের সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করতে না পারে সেটিও লজ্জাজনক।”
মানবাধিকার লঙ্ঘন প্রসঙ্গে তিনি বলেন, “সরকার কারো মানবাধিকার লঙ্ঘন হোক তা চায় না। কিন্তু জ্বালাও-পোড়াও করে যদি কেউ জনগণের মানবাধিকার লঙ্ঘন করে তবে, সরকার ব্যবস্থা নেবে।”
মিয়ামনার প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “মিয়ানমার সরকারের নিয়ন্ত্রণের বাইরে। বাংলাদেশে কোনো আরসা নাই। এ ধরনের কোনো গ্রুপকে সরকার আশ্রয় দেয় না। মিয়ানমার ইস্যুতে আজকেও প্রধানমন্ত্রী দিকনির্দেশনা দিয়েছেন। যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন মিয়ানমারে ব্যবসা-বাণিজ্য বাড়িয়ে চলেছে।
এসময় মন্ত্রী জানান, আগামী ১৫ অক্টোবর ব্রুনাইয়ের সুলতান বাংলাদেশ সফরে আসবেন।
এএইচএস