ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

সলঙ্গায় ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক ২

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০২:৩৫ পিএম, ১১ অক্টোবর ২০২২ মঙ্গলবার

সিরাজগঞ্জের সলঙ্গায় ককটেল বিস্ফোরণের ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে র‌্যাব।  

মঙ্গলবার দুপুরে এক প্রেস বিফিংয়ে এ তথ্য জানান র‌্যাব-১২’র সিনিয়র সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান।

গ্রেফতারকৃতরা হলেন যশোরের ঝিকরগাছার মোবারকপুর মিলপট্টির আজিজুর রহমানের ছেলে আল-আমিন হোসেন (২৩) ও ঝিনাইদহের কোট চাঁদপুরের তালশার মালতেপাড়ার মৃত-আকেজ আলীর ছেলে মিকাইল (১৯)। 

অভিযান চলাকালে ৭টি ককটেল, ৮টি ইলেকট্রিক শক স্টিক এবং ২টি হাসুয়া জব্দ করা হয়।

র‌্যাব কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, “সোমবার বিকেলে সলঙ্গা থানার চরিয়াশিকা গ্রামে ককটেল বোমা বিস্ফোরণের ঘটনায় জনগণের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এরপর র‌্যাব-১২’র কমান্ডার মেজর আনিসুজ্জামানের নেতৃতে সোমবার রাতে অভিযান চালিয়ে ককটেল বিস্ফোরণের ঘটনাস্থল থেকে ২ জন দুর্বৃত্তকারীকে আটক করা হয়। 

পরবর্তিতে র‌্যাব হেডকোয়ার্টারের বোমা নিস্ক্রিয়করণ দল অবিস্ফোরিত উদ্ধারকৃত ৭টি ককটেল নিষ্ক্রিয় করে এবং বাসাটিকে নিরাপদ হিসেবে ঘোষণা করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জেলায় তাদের কার্যক্রম চালিয়ে আসছিল বলে জানায়।

মঙ্গলবার সকালে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে সলঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।

এএইচ