ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

‘লোডশেডিং নিয়ে আপাতত কিছুই করার নেই’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:০২ পিএম, ১১ অক্টোবর ২০২২ মঙ্গলবার

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, লোডশেডিং নিয়ে আপাতত কিছুই করার নেই। শিল্পখাতে গ্যাস সরবরাহ করতে গিয়ে বিদ্যুৎকেন্দ্রগুলো সংকটে পড়েছে। সহসাই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে না।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে বিদ্যুৎ ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

এসময় তিনি বলেন, শিল্পখাতে গ্যাস সরবরাহ করতে গিয়ে বিদ্যুৎকেন্দ্রগুলো সংকটে পড়েছে। ফলে সক্ষমতা থাকলেও বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। 

প্রতিমন্ত্রী বলেন, স্পট মার্কেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির দাম বাড়ায় আমদানি করা যাচ্ছে না। ফলে সহসাই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে না। 

সবাইকে ধৈর্য ধরতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

নসরুল হামিদ বলেন, শিল্প কারখানায় বিদ্যুৎ সরবরাহ করতে গিয়ে মধ্যরাতে লোডশেডিং করতে হচ্ছে। কিছুই করার নেই। গরমের তীব্রতা না কমলে লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে না। তাপমাত্রা কমার দিকে তাকিয়ে থাকা ছাড়া উপায় নেই। 

এমএম/