ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

গাজীপুরে ‘শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:২৫ পিএম, ১২ অক্টোবর ২০২২ বুধবার | আপডেট: ০৬:৩০ পিএম, ১২ অক্টোবর ২০২২ বুধবার

সম্প্রতি, গাজীপুর স্কুল এন্ড কলেজ সোসাইটির উদ্যোগে 'ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ'-এই থিমকে সামনে রেখে এক 'শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা' অনুষ্ঠিত হয়। এতে গাজীপুর সদর উপজেলার বিভিন্ন স্কুল প্রধান ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালাতে চার শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

গাজীপুর শাখার হাতেখড়ি প্রিসেলের আহবায়ক ও হাতেখড়ি স্কুলের প্রধান শিক্ষক মো. শহীদ উল্যাহ এবং গাজীপুর শাখার আর্ডেন্টিয়ার অগ্রণী মডেল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আমিনুল ইসলাম এর উদ্যোগে আয়োজিত এ কর্মশালা ওনাদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয়।

কর্মশালায় বাণীবাহক হিসেবে উপস্থিত ছিলেন কোয়ান্টাম ফাউন্ডেশনের অর্গানিয়ার শ্রী প্রাণজিত লাল শীল। তিনি টোটাল ফিটনেস ও সুন্দরভাবে কথা বলার গুরুত্ব সম্পর্কে আলোচনা উপস্থাপন করেন।

এছাড়া কোয়ান্টাম ফাউন্ডেশনের আর্ডেন্টিয়ার ও কসমো স্কুল ঢাকার প্রিন্সিপাল মাহবুবুল আলম শিক্ষা বিজ্ঞানের আলোকে শিক্ষকের ভূমিকা ও Life Skill Based Education বিষয়ে আলোচনা করেন।

Teaching Learning Activities, Fascilitation & Performance Based Management of Secondary School বিষয়ে আলোচনা করেন
সদর উপজেলার একাডেমিক সুপারভাইজার মো. মোশাররফ হোসেন।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা ৫০-এর অধিক শুদ্ধাচার বই সংগ্রহ করেন। 
কেআই//