ফলোয়ার কমে যাওয়া নিয়ে যা বললো ফেসবুক
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:২৭ পিএম, ১২ অক্টোবর ২০২২ বুধবার
বিশ্বের অন্যতম বৃহত্তম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। যেখানে একে অন্যের সাথে বন্ধু হওয়া ছাড়াও কাউকে ফলো করা বা অনুসারী হবার সুযোগ আছে।
যে কারো ব্যক্তিগত ফেসবুকে অ্যাকাউন্টে তাই ফলোয়ারও যুক্ত হয়। সংখ্যাটা একেক জনের জন্য একেকরকম।
যেমন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের ফলোয়ার সংখ্যা প্রায় ১২ কোটি। বিভিন্ন অঙ্গনের তারকা বা ইনফ্লুয়েন্সারদের ফলোয়ার সংখ্যাও লাখ থেকে মিলিয়ন ছাড়িয়ে যায়।
কিন্তু বুধবার সকালে অনেকেই নিজেদের ফেসবুক প্রোফাইলে তাকিয়ে চমকে ওঠেন। হঠাৎ করেই ফলোয়ার সংখ্যা নেমে আসে ১০ হাজারের নিচে।
শুরুতে সবাই ভাবতে থাকেন শুধু তার ক্ষেত্রেই বোধহয় এমনটা হয়েছে, সেটা নিয়ে ফেসবুকে পোস্টও দেন। কিন্তু পরে দেখা যায় প্রায় সবারই এক অবস্থা।
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদির, যার ফলোয়ার প্রায় ৫ লাখ। তিনি দুপুর ১টার দিকে লেখেন, ''যদি আপনি এখনো না বুঝে থাকেন তাহলে আপনার ফলোয়ার সংখ্যা চেক করুন।''
একই অভিজ্ঞতা হয়েছে বিবিসি বাংলার আকবর হোসেনেরও। তিনি লিখেছেন, ''একরাতেই আমার ফেসবুক থেকে ৩৫ হাজার ফলোয়ার গায়েব হয়ে গেছে!! কীভাবে??''
এই উত্তর জানতে ফেসবুকের সাথে যোগাযোগ করে বিবিসি বাংলা। তাদের কাছে জানতে চাওয়া হয় হঠাৎ করে ফেসবুকে সবার ফলোয়ার এত কমে গেল কীভাবে, এটা কি ফেসবুকের কোন কারিগরি ত্রুটি, নাকি তারা কোন পরিবর্তন আনতে যাচ্ছে?
সকাল ১১টায় এই মেইল পাঠানো হলে উত্তর আসতে বেশ খানিকটা দেরী হয়। এর মধ্যে অনেকেই নিজেদের অভিজ্ঞতা যেমন জানাতে থাকেন তেমনি ফলোয়ার ফিরে পাওয়ার সম্ভাব্য উপায়ও বাতলে দিতে থাকেন।
তবে সবচেয়ে নজর কাড়ে মার্ক জাকারবার্গের প্রোফাইল। কোটির ঘর থেকে তার ফলোয়ার সংখ্যা নেমে আসে ৯ হাজারের ঘরে। অনেকেই এ নিয়ে নানান মজাও করতে থাকেন।
অবশেষে দুপুর ৩টায় মেটার মুখপাত্র ৩ লাইনের একটা ব্যাখ্যা পাঠায় বিবিসি বাংলার কাছে।
যেখানে তারা লিখেছে-'আমরা জানি যে কিছু মানুষ তাদের ফেসবুক প্রোফাইলে ফলোয়ার সংখ্যা ঠিকঠাক পাচ্ছেন না। আমরা যত দ্রুত সম্ভব সেটি স্বাভাবিক করতে কাজ করছি। এই অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।''
এর কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হতে শুরু করে ফেসবুকের ফলোয়ার সংখ্যা।
সূত্র: বিবিসি বাংলা
এসবি/