ইউক্রেনকে আধুনিক অস্ত্র-শস্ত্রের প্রতিশ্রুতি পশ্চিমা বিশ্বের
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:২৪ পিএম, ১৩ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার
রাশিয়ার বিরুদ্ধে একাট্টা পশ্চিমা বিশ্ব। যুক্তরাষ্ট্রের পর এবার ন্যাটোভুক্ত অন্য দেশগুলো ইউক্রেনকে আধুনিক অস্ত্র-শস্ত্র দিয়ে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।
স্থানীয় সময় বুধবার ব্রাসেলসে ন্যাটো সদর দপ্তরে বৈঠকের পর ইউক্রেনকে অস্ত্র দেয়ার প্রতিশ্রুতি দেয় পর যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স ও নেদারল্যান্ডস।
এরমধ্যে নেদারল্যান্ডস দেড় কোটি ডলার ও কানাডা ৪ কোটি ৭০ লাখ ডলারের ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও ড্রোন ক্যামেরা দিচ্ছে।
এরইমধ্যে ইউক্রেনে পৌঁছেছে জার্মানি ও যুক্তরাজ্যের পাঠানো ক্ষেপণাস্ত্র বিধ্বংসী এবং আধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।
এদিকে, ইউক্রেনের চার অঞ্চলকে যুক্ত করায় রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে। ভোটাভুটিতে ১৪৩টি দেশ রাশিয়ার বিপক্ষে ভোট দেয়। ভারত ও চীনসহ ৩৫টি দেশ ভোটদানে বিরত ছিল।
এএইচ