সেরাদের সেরা হতে রিজওয়ানদের স্মরণাপন্ন লিটন! (ভিডিও)
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:২৮ পিএম, ১৩ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার
বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে আলাপরত টাইগার তারকা লিটন দাস
চলতি বছর ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন টাইগার ক্রিকেটের বার্থডে বয় লিটন কুমার দাস। ১৩ অক্টোবর ছিল তার ২৯তম জন্মদিন। এমনই দিনে টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেন তিনি। তবে বোলারদের ব্যর্থতায় জয়ে জন্মদিন রাঙানো হয়নি এই টাইগার ক্রিকেটারের।
তবে চলতি বছরে তিন ফরম্যাট মিলিয়ে দেশের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক এই। এমনকি টি-টোয়েন্টিতেও টাইগারদের পক্ষে ২০২২ সালে সর্বোচ্চ রান লিটনের।
পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচেও বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ স্কোরার ছিলেন লিটন। শেষ পর্যন্ত পাকিস্তানি ব্যাটারদের দারুণ ব্যাটিংয়ে জয়ে জন্মদিন রাঙাতে না পারলেও আরও উন্নতি করতে মুখিয়ে আছেন টাইগার ক্রিকেটের অন্যতম সেরা এই তারকা ব্যাটার।
তাইতো এদিন পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষেই বিশ্ব ক্রিকেটের দুই সেরা ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম থেকে শেখার চেষ্টায় ব্যস্ত ছিলেন লিটন দাস। ১৬ তারিখ থেকে শুরু হওয়া বিশ্বকাপে আরও ভালো পারফর্ম করার লক্ষ্যে ম্যাচশেষে বাবর এবং রিজওয়ানের কাছ থেকে বিভিন্ন ইস্যুতে টিপস নিচ্ছিলেন ডানহাতি এই ব্যাটার।
এদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাকিস্তান ক্রিকেট দলের পইজে দেয়া এক ভিডিওতে দেখা যায়, বাবর আজম লিটন কুমারকে উদ্দেশ্য করে বলছেন, ‘যত কম শুনবা তত ভালো। তত নিজের বিশ্বাসটা অটুট থাকবে। যদি কারো থেকে কিছু একটা শুনো, তখন নিজেরই একটু চেক করতে ইচ্ছে হবে।’
মূলত সমালোচনা থেকে মুক্ত থেকে কিভাবে ভালো পারফরম্যান্স করা যায়, সেই বিষয়ে বাবরের থেকে পরামর্শ নিচ্ছিলেন লিটন দাস। রিজওয়ানকেও প্রায় একই ধরনের প্রশ্ন করতে দেখা যায় টাইগার এই ব্যাটারকে।
যেখানে রিজওয়ানকে উদ্দেশ্য করে লিটন জিজ্ঞেস করেন, ‘যখন আপনি ভালো খেলেন, তখন তো সবকিছুই ভালো মনে হয়, আত্মবিশ্বাসও ভালো থাকে। কিন্তু যখন আপনি খারাপ খেলেন, তখন আপনি নিজের চিন্তা ভাবনা কিভাবে পরিচালনা করেন।’
জবাবে রিজওয়ান বলেন, ‘নিজেকে একটা বিষয়ের জন্য প্রস্তুত করো। তোমার লাইফের দশ ইনিংস বিবেচনায় নিলে প্রতিটিতে ভালো করবে এমনটা ভেবো না। বড় ক্রিকেটাররা প্রতি ১০ ম্যাচের চারটিতে ফ্লপ করবে এবং ছয়টিতে ভালো খেলবে- এমনটাই বিশ্বাস করে। ক্রিকেট ম্যাচে তুমি ০, ১০, ৫০, ১০০ রানে আউট হতে পারো। তবে আমি একটা জিনিস বিশ্বাস করি, কঠোর পরিশ্রমের বিকল্প কিছু নেই।’
পরিশ্রমের বিকল্প নেই- এই সত্য লিটন দাসও নিশ্চয়ই ভালো বুঝতে পেরেছেন। আর তাইতো গত বছর অফফর্মের জন্য দেশের সর্বাধিক ট্রল হওয়া ব্যক্তি থেকে বছর ঘুরতেই বাংলাদেশের সেরা ব্যাটার হয়েই ধরা দিয়েছেন।
এ বছরে তিন ফরম্যাট মিলিয়ে ৩২ ম্যাচের ৩৮ ইনিংস থেকে ৪৩.৭৭ গড়ে ১,৫৭৬ রান করেছেন লিটন। যেখানে ৩টি শতকের সঙ্গে ১১টি ফিফটি রয়েছে লিটনের নামের পাশে। দেশের পক্ষে এই তালিকায় পরের নামটি আফিফ হোসাইনের। তবে তা লিটনের মোট রানের অর্ধেকেরও কম। আফিফ ২৫ ইনিংসে করেছেন ৭৪০ রান।
এমনকি দলের ক্রমাগত ব্যর্থ হওয়া টি-টোয়েন্টিতেও লিটনের রান টাইগারদের মধ্যে সর্বোচ্চ, ৪১৭। আফিফের রানটা অবশ্য এখানে লিটনের কাছাকাছিই, ৪০৫।
বাংলাওয়াশ ত্রিদেশীয় সিরিজেও টাইগারদের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১৪২ রান এসেছে লিটনের ব্যাট থেকে। টাইগারদের পক্ষে সিরিজে সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক সাকিব আল হাসান। তিন ম্যাচ খেলা সাকিব ৩ ইনিংসের দুটিতেই ফিফটি হাঁকিয়ে ৫৪ গড়ে করেছেন ১৫৪ রান।
ভিডিওতে দেখুন-
এনএস//