ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

মুক্তিযুদ্ধের নাটক ‘লালজমিন’ এবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:১১ পিএম, ১৩ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার

মুক্তিযুদ্ধের কাহিনি অবলম্বনে রচিত শূন্যন রেপার্টরি প্রযোজিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘লালজমিন’ এবার মঞ্চস্থ হবে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে।

এজন্য গত ১৮ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে বলে জানিয়েছেন নাটকটির অভিনয়শিল্পী ও শূন্যন রেপার্টরির প্রধান মোমেনা চৌধুরী।

বুধবার কাকরাইলের অনুস্বর স্টুডিওতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “কিছুদিন আগে শিক্ষামন্ত্রী দীপু মনি নাটকটি দেখেছিলেন এবং সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে প্রদর্শনীর গুরুত্ব অনুভব করেন। তিনি প্রয়োজনীয় নিদের্শনা প্রদান করেছেন। এজন্য আমরা কৃতজ্ঞ।”

মান্নান হীরা রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশের এক নারীর সংগ্রামী জীবনের নাট্যপ্রকাশ ‘লালজমিন’। দেশে এবং দেশের বাইরে লন্ডন, আমেরিকা, কানাডা, কোরিয়া ও ভারতে সব মিলিয়ে নাটকটির ৩০৬টি প্রদর্শনী হয়েছে। বাংলাদেশে থিয়েটারের ইতিহাসে একক অভিনীত কোনো নাটকের তিন শতাধিক মঞ্চায়ন এটাই প্রথম। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে নাটকটির ৩০৭তম প্রদর্শনী হবে।

মোমেনা চৌধুরী বলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় দেশের বিভিন্ন জায়গায় ইতোমধ্যে লালজমিন নাটকটির ৭৮টি প্রদর্শনী করা হয়েছে। বিশ্বসাহিত্য কেন্দ্রের সহযোগিতায় ১৫টি কলেজে মঞ্চায়ন হয়েছে। বাংলাদেশ পুলিশের পৃষ্ঠপোষকতায় দেশের ৪২টি পুলিশ লাইনে মঞ্চায়ন হয়েছে।

“এবার শিক্ষা মন্ত্রণালয়ের এই প্রজ্ঞাপনের ফলে আমরা আরো বেশি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধকে ছড়িয়ে দিতে পারব।”