ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

বাংলাদেশের প্রবৃদ্ধি নামবে ৬ শতাংশে, আইএমএফের পূর্বাভাস

আউয়াল চৌধুরী, ওয়াশিংটন ডিসি থেকে, একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৪৯ পিএম, ১৩ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার | আপডেট: ০৭:৫১ পিএম, ১৩ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার

বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ২০২২-২৩ অর্থবছরে কমে ৬ শতাংশে নেমে আসতে পারে বলে আভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ

এছাড়া মূল্যস্ফীতি বেড়ে যাবে উল্লেখ করে সংস্থাটি বলছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কায় এ সময়ে বাংলাদেশে গড় মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ১ শতাংশে উঠবে।

ওয়াশিংটন থেকে প্রকাশিত আইএমএফের ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রতিবেদনে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের অর্থনীতি নিয়ে এমন পূর্বাভাস দেয়া হয়েছে। 

মূল‍্যস্ফীতি বাড়ার কারণ উল্লেখ করে আইএমএফ বলছে, দুই বছরের কোভিড মহামারীর পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কায় জ্বালানি তেলসহ বিশ্ববাজারে সব ধরনের পণ্যের দাম বেড়ে যাওয়ায় চলতি অর্থবছরে বাংলাদেশে গড় মূল্যস্ফীতি বেড়ে দাঁড়াবে ৯ দশমিক ১ শতাংশে।

আইএমএফের প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাস মহামারীর প্রভাব, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও অন্যান্য কারণে এ বছর এবং আগামী বছর বিশ্বব্যাপী আর্থিক পরিস্থিতির আরও অবনতি হতে পারে। অন্যান্য মুদ্রার বিপরীতে আমেরিকান ডলার আরও শক্তিশালী হতে পারে। মূল্যস্ফীতির ওপর বাড়তি চাপ তৈরি হয়ে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়।

সংস্থাটি জানায়, রাশিয়ার আগ্রাসন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতির চাপ এবং চীনের অর্থনীতিতে ধীরগতি- এই তিনটি মূল চ্যালেঞ্জের মুখে এখন বিশ্ব অর্থনীতি। চীনের মতো যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় অঞ্চলের অর্থনীতিতেও ধীরগতি থাকবে।

আইএমএফ বলছে, বতর্মান এসব পরিস্থিতির কারণে বিশ্ব অর্থনীতি সংকটের মুখে পড়েছে। এর ফলে এ বছর প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ২ শতাংশ। আগামী বছর তা আরও কমে ২ দশমিক ৭ শতাংশে নামবে। ২০০১ সালের পর যা সর্বনিম্ন।

এসি/এএইচএস