বাংলাওয়াশ সিরিজ
ট্রফি জিততে পাকিস্তানের প্রয়োজন ১৬৪ রান
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:১৬ এএম, ১৪ অক্টোবর ২০২২ শুক্রবার | আপডেট: ১১:৩০ এএম, ১৪ অক্টোবর ২০২২ শুক্রবার
বাংলাওয়াশ সিরিজের ফাইনালে শুক্রবার মুখোমুখি হয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। টসে হেরে ব্যাট করতে নেমে কেন উইলিয়ামসনের লড়াকু ইনিংসে ভর করে নিউজিল্যান্ড সংগ্রহ করেছে ১৬৩ রান। ফলে ফাইনাল ট্রফি জিততে বাবর আজমদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৬৪ রান।
ফাইনালে অধিনায়কের মতোই ব্যাট করলেন কেনে উইলিয়ামসন। আগের ম্যাচে ছিলেন না তিনি। বিশ্রাম শেষে ফিরেই খেলেছেন অধিনায়কোচিত ইনিংস। প্রথম ওভারের শেষ বলে ফিন অ্যালেন ফেরার পর শুরু হয় তার লড়াই। এরপর ৩৮ বল মোকাবেলা করে তিনি খেলেন ৫৯ রানের ইনিংস। তার রানের ওপর ভর করে পাকিস্তানকে ১৬৪ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের অন্য কোনো ব্যাটার বড় ইনিংস খেলতে পারেননি। যার ফলে সংগ্রহটা খুব বেশি বড় হয়নি। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান এসেছে গ্লেন ফিলিপসের ব্যাট থেকে। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে স্বাগতিক কিউইরা।
যদিও ফাইনাল হিসেবে নিউজিল্যান্ডের স্কোরটা খুব বেশি বড় না।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই পাকিস্তানি পেসার নাসিম শাহকে তিনটি বাউন্ডারি মারলেন নিউজিল্যান্ড ওপেনার ফিন অ্যালেন।
কিন্তু তিন বাউন্ডারি হজম করে দমে গেলেন না নাসিম শাহ। উল্টো ভিন্ন কৌশলে বল করেই উইকেট তুলে নিলেন প্রথম ওভারে। অফসাইডের বাইরে লেন্থ বল করলেন নাসিম। পেছনের পায়ে ভর করে জায়গা বের করে খেলতে চাইলেন অ্যালেন। কিন্তু এক্সট্রা কভারে দিলেন ক্যাচ তুলে। মোহাম্মদ নওয়াজের জন্য ক্যাচটা খুব কঠিন ছিল না।
প্রথম ওভারে ১২ রান উঠলেও ওপেনার অ্যালেনের উইকেট হারাতে হলো নিউজিল্যান্ডকে। এরপর ডেভন কনওয়েকে নিয়ে ভালোই জুটি গড়ে তোলেন অধিনায়ক কেন উইয়িামসন। কিন্তু জুটিটাকে ভয়ঙ্কর হয়ে উঠতে দিলেন না পাকিস্তানি পেসার হারিস রউফ। ৬ষ্ঠ ওভারে ডেভন কনওয়ের উইকেটই উপড়ে ফেলেন তিনি।
১৭ বলে ১৪ রান করে নিজেকে মেলে ধরার অপেক্ষায় ছিলেন কনওয়ে। কিন্তু হারিস রউফের বলে বোল্ড হয়ে ফিরে গেলেন তিনি। একই ওভারে চতুর্থ বলে হারিস রউফের বল ডিফেন্স করতে গেলেন গ্লেন ফিলিপস। কিন্তু বলের আঘাতে ব্যাটের নিচের অংশ ভেঙে যায়।
কেন উইলিয়ামসন এবং গ্লেন ফিলিপস মিলে ঝড় তোলার চেষ্টা করেন।
পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নেন হারিস রউফ এবং মোহাম্মদ ওয়াসিম। ১টি করে উইকেট নেন শাদাব খান এবং মোহাম্মদ নওয়াজ।
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ৬.৩ ওভারে এক উইকেট হারিয়ে পাকিস্তান সংগ্রহ করেছে ৩৬ রান।
এসএ/