দেশ থেকে দেখা মিলছে না কাঞ্চনজঙ্ঘার রূপরেখা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:০৮ পিএম, ১৪ অক্টোবর ২০২২ শুক্রবার | আপডেট: ০৮:১০ পিএম, ১৪ অক্টোবর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
শরতের শেষ সময়ে শীতের আগমনী বার্তা নিয়ে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় মৌসুমের প্রথম ঘন ঘুকাশায় ঢাকা পড়ে। এরইমধ্যে সেখানে তাপমাত্রা নেমেছে ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। ভ্যাপসা গরম কাটিয়ে পঞ্চগড়ের জনজীবনে ফিরেছে স্বস্তি।
কুয়াশার কারণে মহাসড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। কাঞ্চনজঙ্ঘা দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তেঁতুলিয়ায় ভিড় করছেন পর্যটকরা।
ঘন কুয়াশার কারণে বিমুখ হতে হয়েছে তাদের। তবে কুয়াশামাখা মনোরোম পরিবেশ উপভোগ করে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।
অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্ঘ কাঞ্চনজঙ্ঘা খালি চোখে দেখতে পাওয়ার খবর শুনে এসেছেন তেঁতুলিয়ায়।
তবে চলতি অক্টোবরের শুরুতে ক্ষণিকের জন্য দু-বার মেঘমুক্ত আকাশে কাঞ্চনজঙ্ঘা দেখা গেলেও গত ১০-১২ দিন ধরে দেখা মিলছে না এই শৃঙ্গের। এতে করে হতাশায় তেঁতুলিয়া থেকে বিমুখ হচ্ছেন পর্যটকরা।
শুক্রবার মৌসুমের প্রথম ঘন কুয়াশার চাদরে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ঢাকা থাকতে দেখা গেছে পুরো জেলাকে।
জানা যায়, অক্টোবরের শুরু থেকে মাঝে মধ্যে হঠাৎ কাঞ্চনজঙ্ঘার রূপ দেখা গেলেও সব থেকে ভালো দেখা মেলে নভেম্বর থেকে। তবে কাঞ্চনজঙ্ঘা দেখার মধ্যম সময় মেঘ ও কুয়াশা মুক্ত আকাশ।
শিগগিরই এই জেলায় শীত ও কুয়াশার তীব্রতা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এসবি/