ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১০ ১৪৩২

জবি রোভার স্কাউটের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:০১ পিএম, ১৫ অক্টোবর ২০২২ শনিবার

আগামী ২০ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দিবস উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে গার্ল ইন রোভার ইউনিট-১। শুক্রবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের রোভার স্কাউট মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ১৪টি দল অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের আহ্বায়ক রোভার স্কাউটের সহ-সভাপতি নাহিদ হাসান রাসেলের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার ইন কাউন্সিলের সাবেক সভাপতি ও সিনিয়র রোভার মেট মোল্লা মামুন হাসান, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আহসান জোবায়ের ও রোভার ইন কাউন্সিলের সাধারণ সম্পাদক গোলাম রাজিব আদন।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি সাইদুল ইসলাম সাইদ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাজু, রোভার ইন কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক কাউছার, সাবেক সিনিয়র রোভার মেট ও যুগ্ম সম্পাদক সাইদ মাহদী সিকান্দার।

আন্ত: ইউনিটে ১৪টি দলের মধ‍্যে ধারাবাহিকভাবে নির্বাচন করা হয় বিজয়ী দলকে। চ‍্যাম্পিয়ন দলের সদস‍্যরা হলেন জান্নাতুল ফেরদৌস জুই, জেরিন তাসনিম ও সুমাইয়া সুলতানা। রানার্সআপ দলের সদস‍্যরা হলেন নাসিম মাহমুদ, মোস্তাফিজুর রহমান, আনোয়ার হোসেন। এদের মধ‍্যে শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয়েছেন জান্নাতুল ফেরদৌস জুই ও উদীয়মান ডিবেটার নির্বাচিত হয়েছেন নাইমা আক্তার রিতা।
কেআই//