ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

টি-টোয়েন্টি বিশ্বকাপ: শুরুতেই মুখোমুখি শ্রীলঙ্কা-নামিবিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১২ পিএম, ১৫ অক্টোবর ২০২২ শনিবার | আপডেট: ০৮:২০ এএম, ১৬ অক্টোবর ২০২২ রবিবার

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে রোববার। প্রথম পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে নামিবিয়া। জিলংয়ের এন্ড্রু সাইমন্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। অপর ম্যাচে দুপুর ২টায় আরব আমিরাত লড়বে নেদারল্যান্ডসের বিপক্ষে। প্রথম পর্ব শেষে সুপার টুয়েলভের খেলা গড়াবে ২২ অক্টোবর থেকে।

চার-ছক্কার ধুমধাড়াক্কা, গ্যালারির হুল্লোড়। ক্রিকেটপ্রেমীদের সবচেয়ে পছন্দের সংস্করণ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর এবার অস্ট্রেলিয়ায়।

৮ম আসরে ১৬টি দল নিয়ে এবারের আয়োজন। ২০২১ সালের ১৫ নভেম্বর পর্যন্ত টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে যারা শীর্ষ আটে ছিলো, এবারে তারাই সরাসরি খেলবে সুপার টুয়েলভে। বাঁকি আট দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে প্রথম পর্ব। যার প্রথম দিনে এ- গ্রুপে শ্রীলঙ্কার প্রতিপক্ষ আফ্রিকার দেশ নামিবিয়া।

দুর্দান্ত ফর্মে আছে শ্রীলঙ্কা। এশিয়া সেরা লঙ্কানরা শক্তির বিচারে নামিবিয়ার তুলনায় অনেক এগিয়ে। তাই দাসুন শানাকার ভাবনায় শুধুই জয়।

একই দিনে এ-গ্রুপের অপর ম্যাচে নেদারল্যান্ডসেরর বিপক্ষে মাঠে নামবে সংযুক্ত আরব আমিরাত। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

এদিকে, গতবার বাছাই পর্ব খেলতে হলেও এবার বিশ্বকাপের সুপার টুয়েলভে সরাসরি খেলছে বাংলাদেশ দল। ২৪ অক্টোবর এ-গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে ম্যাচ দিয়েই মাঠের লড়াই শুরু সাকিবদের। 

নিউজিল্যান্ডে সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজে পরীক্ষা-নিরীক্ষা শেষে সৌম্য সরকার ও শরীফুল ইসলাম ঢুকেছেন বিশ্বকাপ দলে। এক সাকিব আল হাসান ছাড়া দলের অধিকাংশই তরুণ, তার ওপর কারোরই নেই অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা।

তবুও তরুণ ও অপেক্ষাকৃত অনভিজ্ঞ এই দলটির কাছ থেকে সেরা খেলাটাই বের করতে চান টিমের নতুন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরণ শ্রীরাম।

বিশ্বকাপে বাংলাদেশ দল: 
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, আফিফ হোসাইন, ইয়াসির আলী চৌধুরী, নুরুল হাসান সোহান, এবাদত হোসাইন, হাসান মাহমুদ, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, নাজমুল হোসাইন শান্ত, শরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসাইন, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।

এনএস//