হাইওয়েতে উল্টে গেল যাত্রীবাহী বাস, ২০ জনের প্রাণহানি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:১২ এএম, ১৬ অক্টোবর ২০২২ রবিবার | আপডেট: ১১:১৯ এএম, ১৬ অক্টোবর ২০২২ রবিবার
দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ার প্যান-আমেরিকান হাইওয়েতে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও ১৫ জন।
স্থানীয় সময় শনিবার (১৫ অক্টোবর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বন্দর শহর তুমাকো থেকে ২০০ মাইল দূরত্বের ক্যালি শহরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপির।
নারিনো বিভাগের ট্রাফিক পুলিশের ক্যাপ্টেন অ্যালবার্টল্যান্ড আগুডেলো বলেছেন, দুর্ভাগ্যবশত শনিবার (১৫ অক্টোবর) সকালের এ দুর্ঘটনায় আমাদের ২০ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে আহতদের মধ্যে তিন বছরের একটি মেয়ে ও আট বছরের একটি ছেলে শিশুও রয়েছে।
স্থানীয় ট্রাফিক ও পরিবহন বিভাগের পরিচালক কর্নেল অস্কার ল্যামপ্রেয়া বলেন, এলাকাটি কুয়াশাচ্ছন্ন থাকায় বাঁক থেকে বেরিয়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। প্রাথমিকভাবে তদন্তকারীরা ধারণা করেছেন, ব্রেক সিস্টেমে যান্ত্রিক ব্যর্থতার কারণেই এ দুর্ঘটনা ঘটে।
এদিকে, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করতে, আহতদের সরিয়ে নিতে এবং মৃতদের উদ্ধার করতে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীদের ৯ ঘণ্টা লেগে যায়।
এনএস//