আপন ঠিকানায় সৌরভ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৩৯ পিএম, ১৬ অক্টোবর ২০২২ রবিবার
সৌরভ গাঙ্গুলি
চেয়েছিলেন আরও কিছুটা সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালন করবেন। কিন্তু সেই সুযোগ আর হলো না। তাইতো বাধ্য হয়ে পুরনো, আপন ঠিকানা ক্রিকেট প্রশাসক হিসেবে আবারও ফিরে যাচ্ছেন পশ্চিমবঙ্গে।
আর মাত্র দুই দিন, এরপরই ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআইয়ের সভাপতির চেয়ার ছাড়তে হবে সৌরভ গাঙ্গুলীকে। ক্রিকেট বিশ্বের প্রভাবশালী বোর্ডটির নতুন সভাপতি হতে যাচ্ছেন ভারতের সাবেক ক্রিকেটার রজার বিনি।
এর আগে ‘রাজনীতির বলি হয়েছেন সৌরভ’-এমন খবর প্রকাশ হয় ভারতীয় মিডিয়ায়। খবরে বলা হয়, দেশটির ক্ষমতাসীন দল বিজেপি নাকি তাকে বা তার পরিবারের কাউকে নিজেদের দলে ভেড়াতে চান। কিন্তু সৌরভ সেই প্রস্তাবে সায় দেননি বলেই থাকতে পারছেন না বিসিসিআই-তে।
সম্প্রতি আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, সৌরভকে বিসিসিআইয়ের পদে বসায় বিজেপি সরকার। কিন্তু সৌরভ যখন সরাসরি বলে দেন, ‘রাজনীতি আমার জন্য নয়।’ এরপরই নাকি বেঁকে বসে ক্ষমতাসীন দলটি।
তবে একেবারেই বিদায় নিতে চান না সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রিকেটের সঙ্গে আরও কিছু দিন থাকবেন। সেজন্যই ক্রিকেট প্রশাসনে ফেরা। খবরটি নিজেই জানিয়েছেন দাদা।
পিটিআইকে সৌরভ বলেন, ‘হ্যাঁ, সিএবি নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করব। আগেও পাঁচ বছর কাজ করেছি। আইন অনুসারে আরও চার বছর করতে পারব। ২০ অক্টোবরের মধ্যে প্যানেল চূড়ান্ত করে ২২ অক্টোবর মনোনয়নপত্র জমা দেয়ার পরিকল্পনা আছে।’
এনএস//