বাংলাদেশকে ১৬১ লক্ষ্য দিলো আফগানিস্তান
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৪০ পিএম, ১৭ অক্টোবর ২০২২ সোমবার
টেস্ট খেলুড়ে দেশ হলেও অস্ট্রেলিয়ার মাটিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই বাংলাদেশ ও আফগানিস্তানের। বিশ্বমঞ্চে লড়াইয়ের আগে দুই দেশ তাই একে অপরের বিপক্ষে ঘাম ঝরাতে নেমেছেন ব্রিসবেনে।
সোমবার (১৭ অক্টোবর) ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে অনুষ্ঠিত এই প্রস্তুতি ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৬০ রান তোলে আফগানিস্তান। অর্থাৎ জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ১৬১ রান।
আফগানদের পক্ষে অধিনায়ক মোহাম্মদ নবি ১৭ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন। ১টি চার ও ৫টি ছক্কা হাঁকান তিনি। এছাড়া ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ৪৬ রান করেন ইব্রাহিম জাদরান।
টাইগার বোলাদের মধ্যে তাসকিন ৪ ওভারে ৩০ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। এছাড়া ভালো বল করে ২৪ রানে ২টি উইকেট নেন হাসান মাহমুদ। দুটি উইকেট পান সাকিবও, তবে রান দিয়েছেন ৪৬টি। অন্যদিকে, ৩১ রান দিয়েও উইকেটের দেখা পাননি কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজ।
এনএস//