হাতিয়ায় শিক্ষা কর্মকর্তার উপর হামলা
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত : ১০:৩৩ এএম, ১৮ অক্টোবর ২০২২ মঙ্গলবার
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল হাসানের ওপর হামলা চালিয়েছে একদল মুখোশধারী। এসময় হামলাকারিরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে।
সোমবার রাত ৮টার দিকে ওছখালি এলাকায় উপজেলা পরিষদ সংলগ্ন শহীদ মিনারের সামনের সড়কে এ হামলার ঘটনা ঘটে।
তবে কে বা কারা এ হামলার ঘটনা ঘটিয়েছে তাৎক্ষনিকভাবে তা বলতে পারেনি আহত শিক্ষা কর্মকর্তা।
আহত কামরুল হাসান বলেন, সন্ধ্যায় ওছখালির একটি দোকান থেকে নাস্তা করে মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলেন তিনি। পথে শহীদ মিনার এলাকায় পৌঁছলে ৮-১০ জনের একদল মুখোশধারি প্রথমে তাকে ধাক্কা দিয়ে সড়কের ওপর পেলে দেয়। তিনি কোন কিছু বুঝে ওঠার আগেই মুখোশধারিরা তাকে দেশিয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে।
এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারিরা।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি হাতিয়া থানায় গিয়ে মৌখিক অভিযোগ করেন।
হাতিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে হামলাকারিদের গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।
এএইচ