কোভিড: ২৪ ঘণ্টায় দেশে আরও ৬ জনের মৃত্যু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:২৮ পিএম, ১৮ অক্টোবর ২০২২ মঙ্গলবার | আপডেট: ০৪:৪৫ পিএম, ১৮ অক্টোবর ২০২২ মঙ্গলবার
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪০৮ জনে। এছাড়া একই সময়ে নতুন করে কোভিড শনাক্ত হয়েছে আরও ২৮৭ জনের শরীরে। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৩ হাজার ১১৯ জনে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় কোভিড থেকে সুস্থ হয়েছেন ৫৫৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৫ হাজার ৪০৬ জন।
সবশেষ ২৪ ঘণ্টায় ৪ হাজার ১১১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ১২০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৯৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৯ শতাংশ।
সবশেষ ২৪ ঘণ্টায় কোভিডে মারা যাওয়া রোগীদের মধ্যে ৫ জন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের ২ জন এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের একজন করে রয়েছেন।
এর আগে সোমবার (১৭ অক্টোবর) করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়। করোনা শনাক্ত হয় ৩৮৯ জনের দেহে।
উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।
এমএম/