নিউইয়র্কের চার্চ-ম্যাকডোনাল্ড এখন ‘লিটল বাংলাদেশ’
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৩১ পিএম, ১৮ অক্টোবর ২০২২ মঙ্গলবার
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ডে আরেকটি রাস্তার নামকরণ করা হলো ‘লিটল বাংলাদেশ’। এর আগে এবছরের ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জ্যামাইকায় হিলসাইড অ্যাভিনিউর একটি অংশের নামকরণ করা হয়েছিল ‘লিটল বাংলাদেশ’।
রোববার ব্রুকলিনে চার্চ-ম্যাকডোনাল্ড ইন্টারসেকশনে রাস্তার নতুন নামফলক উম্মোচন করেন নিউ ইয়র্কের বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলওম্যান শাহানা হানিফ।
শাহানা হানিফ বলেন, “এ শহরে বর্তমানে দু’লাখের বেশি বাংলাদেশি রয়েছেন। লিটল বাংলাদেশ ঘিরে আমাদের শিক্ষা, ন্যায্য মজুরি এবং গৃহায়নের যে সংগ্রাম চলছে, তাকে শক্তিশালী করতে হবে এ নামকরণের আনন্দের মধ্য দিয়ে। ”
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা এবং উত্তর আমেরিকা চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ বলেন, “১৯৯৫ সালের কথা। আমরা কয়েকজন এ এলাকায় একটি অনুষ্ঠান থেকে ‘লিটল বাংলাদেশ’ রচনার প্রত্যাশার কথা জানিয়েছিলাম। তারপর সেই স্বপ্নের পরিপূরক হিসেবে একই বছর এ এলাকায় ‘লিটল বাংলাদেশ’ নামে একটি রেস্টুরেন্ট চালু করি। তারপর চলে গেছে ২৬ বছর। আমার সেই স্বপ্নের বাস্তবায়ন ঘটলো আমার মেয়ে শাহানার হাত ধরে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটির কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডার, স্টেট অ্যাসেম্বলিম্যান রবার্ট ক্যারোল, নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মনিরুল ইসলাম, ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী ও ডেমোক্র্যাটিক পার্টির ন্যাশনাল কমিটির সদস্য খোরশেদ খন্দকার।
এতে উপস্থিত ছিলেন আবুল হাশেম, রেফায়েত চৌধুরী, কাজী নয়ন, প্রদীপ কর, মাসুদুল হাসান, চন্দন দত্ত, রব মিয়া, জাহিদ মিন্টু, এ্যানি ফেরদৌস, খালেদা খানম, শামসুদ্দিন আজাদ, কাজী আজম, ফিরোজ আহমেদ, আনোয়ার হোসেন, মোহাম্মদ হায়দার, মনির আহমেদ ও আবু তাহের।
কেআই//