ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

গাজীপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪০ এএম, ১৯ অক্টোবর ২০২২ বুধবার | আপডেট: ০৮:৫৩ এএম, ১৯ অক্টোবর ২০২২ বুধবার

গাজীপুরের কালিয়াকৈর এলাকায় উত্তরবঙ্গগামী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-রাজশাহী রেল রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী সার বোঝাই মালবাহী ট্রেনটি মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে কালিয়াকৈর উপজেলার বাজ হিজলতলী এলাকায় পৌঁছালে পেছনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সাথে উত্তর বঙ্গের রেলরুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 

এতে জয়দেবপুর, মির্জাপুরসহ বিভিন্ন স্টেশনে আটকা পরে বেশ কয়েকটি ট্রেন। 

পরে বিষযটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর সকালে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

ক্ষতিগ্রস্ত বগিটি উদ্ধার করা হলেও এখনও ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। 

এএইচ