ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৭ ১৪৩১

হাবিপ্রবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে রনি-সিয়াম

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৯ এএম, ১৯ অক্টোবর ২০২২ বুধবার

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির ২০২২-২৩ সালের নতুন কমিটি ঘোষিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল ইসলাম রনি (সোস্যাল সাইন্স এন্ড হিম্যানিটিজ অনুষদ) ও সাধারণ সম্পাদক সিয়াম উল হক (কৃষি অনুষদ)।

জ্যেষ্ঠতার ভিত্তিতে নয় বরং সংগঠনের প্রতি অবদান, বিতর্ক পারদর্শীতা ও সাংগঠনিক দক্ষতা বিবেচনায় কমিটি গঠন করা হয়েছে বলে জানান ২০২১-২২ কমিটির সভাপতি মনিরুজ্জামান মুন।

পূর্বের ন্যায় এবারও ডিবেটিং সোসাইটির প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন হাবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক অধ্যাপক ড. শ্রীপতি সিকদার। এছাড়া সংগঠনটির অন্যান্য উপদেষ্টারা হলেন অধ্যাপক ড. মোঃ শাহাদাৎ হোসেন খান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ মামুনুর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ, সহকারী অধ্যাপক মোহাম্মদ জুয়েল আহমেদ সরকার ও সহকারী অধ্যাপক সুব্রত কুমার প্রামাণিক।

নবগঠিত কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মিনহাজ রিফাত, মনিরা আক্তার তানিয়া, আব্দুল্লাহ আল মুবাশ্বির। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ মোরসালিন হোসাইন মুরাদ, আব্দুর রহমান, মাহমুদা ইসলাম মিম, আরাফাতুল জান্নাত পিউ। 

সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন আল্লামা ইকবার পলাশ (প্রশাসন) ও মোঃ আহনাফ শাহরীয়ার সোহাগ (বিতর্ক); প্রচার সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন রবিউল ইসলাম রোকন; দপ্তর সম্পাদক উম্মে আজমারি তুজ জাহান কনাসহ বিভিন্ন পদে মোট ৩৪ জন সদস্য নতুন কমিটিতে স্থান পেয়েছেন।

নতুন কমিটির সভাপতি আশরাফুল ইসলাম রনি বলেন, “বিতর্ক আমাদের শক্তি, যুক্তি আমাদের সৌন্দর্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডিবেটিং সোসাইটি অব এইচএসটিইউ সবসময় বিতর্ক চর্চার পাশাপাশি সাংগঠনিক চর্চা ও যুক্তিবাদী মানুষ  তৈরিতে কাজ করে আসছে। সুতরাং নতুন নেতৃত্বের অধীনে ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ে বিতর্ক চর্চার পাশাপাশি উত্তরবঙ্গসহ পুরো বাংলাদেশের বিতর্ক চর্চায় ডিবেটিং সোসাইটি অব এইচএসটিইউ বিতর্ক নিয়ে কাজ করতে বদ্ধপরিকর।

এএইচ