ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

কারাগারে নেবার পথে পালিয়েছে সাজাপ্রাপ্ত আসামি

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ০১:৪৫ পিএম, ১৯ অক্টোবর ২০২২ বুধবার

সিরাজগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় দণ্ডপ্রাপ্ত ২২ জেলেকে কারাগারে নেবার পথে নৌকা থেকে যমুনায়  লাফ দিয়ে পালিয়েছে সাজাপ্রাপ্ত জেলে বাছেদ আলী (২০)। 

বুধবার ১১টায় তাদেরকে নৌকাযোগে কারাগারে পাঠানোর জন্য এনায়েতপুরে নেয়া হচ্ছিল।

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার আটাপাড়ার নুরুল ইসলামের ছেলে জেলে বাছেদ আলী। তাকে আটকের জন্য জোর তৎপরতা চালাচ্ছে থানা পুলিশ।

চৌহালী থানার ওসি হারুনার রশিদ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতভর চৌহালী উপজেলার যমুনা নদীতে মা ইলিশ ধরা অসাধু জেলেদের ধরতে অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফসানা ইয়াসমিন। এ সময়ে ২২ জন জেলেকে জাল ও মাছসহ আটক করা হয়।

পরে বুধবার সকালে বাছেদ আলীসহ আটক সব জেলেদের ১ মাস করে কারাদণ্ড দেয়া হয়। এরপর সাজাপ্রাপ্ত জেলেদের নৌকাযোগে ১১টার দিকে নৌকাযোগে কারাগারে পাঠানোর জন্য এনায়েতপুরে নেয়া হচ্ছিল। 

পথিমধ্যে টাঙ্গাইল সদর উপজেলার কুকুরিয়ায় পৌঁছলে সাজাপ্রাপ্ত বাছেদ আলী নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। তখন নিরাপত্তায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরাও তাকে ধরতে ধাওয়া করে। তবে এখন পর্যন্ত তাকে ধরতে পারেনি পুলিশ। 

তবে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টির ব্যাপারে ওসিকে দ্রুত পদক্ষেপ নিতে বলেছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুল ইসলাম মণ্ডল।

এএইচ