ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

ডিসেম্বরে আসছে ভারত, সূচি প্রকাশ

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০১:১৬ পিএম, ২০ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার | আপডেট: ০১:১৯ পিএম, ২০ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার

সাত বছর পর বাংলাদেশ সফরে আসতে যাচ্ছে ভারতীয় দল। এই বছরের শেষের দিকে ডিসেম্বরে ১ বাংলদেশ সফরে আসার ঘোষণা দিয়েছে ভারত। সিরিজে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ দ্বিতীয় পর্বের দুটি টেস্ট ম্যাচ অন্তর্ভুক্ত রয়েছে। 

ঢাকার মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ওয়ানডে। এরপর প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবং দ্বিতীয় টেস্ট অনুষ্ঠেয় হবে ঢাকার মিরপুরে। 

ভারতের বাংলাদেশ সফর নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ‘সাম্প্রতিক ইতিহাসে বাংলাদেশ-ভারত ম্যাচ আমাদের কিছু দারুণ প্রতিযোগিতা উপহার দিয়েছে এবং দু’জন দেশের ভক্তরা আরেকটি স্মরণীয় সিরিজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সূচি নিশ্চিত করতে বিসিবির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে ধন্যবাদ জানাই। আমরা ভারতীয় দলকে বাংলাদেশে স্বাগত জানাতে মুখিয়ে আছি।’

ওয়ানডে সিরিজ

প্রথম ওয়ানডে: ৪ ডিসেম্বর, মিরপুর

দ্বিতীয় ওয়ানডে: ৭ ডিসেম্বর, মিরপুর

তৃতীয় ওয়ানডে: ১০ ডিসম্বের, মিরপুর

টেস্ট সিরিজ

প্রথম টেস্ট: ১৪-১৮ ডিসেম্বর, চট্টগ্রাম

দ্বিতীয় টেস্ট: ২২-২৬ ডিসেম্বর, মিরপুর

এএইচএস