প্রলোভন দেখিয়ে সর্বস্ব লুট, দুই প্রতারক গ্রেফতার
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ০৩:৪৪ পিএম, ২০ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার
রাজবাড়ীতে প্রতারক চক্রের খপ্পরে পরে খোয়া যাওয়া মালামাল উদ্ধারসহ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন নোয়াখালীর দক্ষিণ শুল্যকিয়ার মোঃ রুহুল আমিন মোল্লার ছেলে মাসুদ (৩২) ও শরীয়তপুর সখিপুরের চরবাঘা ভূইয়াকান্দির আবুল সরদারের ছেলে শাহাদাৎ (৩৪)।
পুলিশ জানায়, গত ১১ অক্টোবর রাজবাড়ী জেলা স্কুলের সামনে থেকে প্রিয়া আক্তার (২৫) নামে এক কলেজপড়ূয়া শিক্ষার্থীকে প্রতারণা করে অজ্ঞাতনামা ২ ব্যক্তি নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। ১৫ অক্টোবর সদর থানায় একটি মামলা হয়।
মামলার প্রেক্ষিতে রাজবাড়ী জেলা পুলিশ গত দুই দিন দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার মাধ্যমে নারায়ণগঞ্জ হতে প্রতারক মাসুদ হোসেন ও শাহাদাৎ সরদারকে গ্রেপ্তার করে। এ সময় একটি মোবাইল, নগদ ১ হাজার ৫শ’ টাকা ও স্বর্ণ গলিত অবস্থায় উদ্ধার করা হয়।
অপর প্রতারক রাজনকে গ্রেফতারে অভিযান চলছে।
এএইচ