ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

স্বাস্থ্যবীমা পেলেন হাবিপ্রবির দুই শিক্ষার্থী

হাবিপ্রবি প্রতিনিধি 

প্রকাশিত : ০২:৫৪ পিএম, ২১ অক্টোবর ২০২২ শুক্রবার

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) স্বাস্থ্য ও জীবনবীমা প্রকল্পের আওতায় দুই শিক্ষার্থীকে স্বাস্থবীমার চেক প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার (২০ অক্টোবর) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ২১ ব্যাচের নাসির আহমেদকে চেকের মাধ্যমে ১৫ হাজার টাকা এবং কৃষি অনুষদের শিক্ষার্থী ২১ ব্যাচের কাশ্মীরী জান্নাতকে ১০ হাজার টাকা প্রদান করা হয়।

স্বাস্থ্য বীমা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম কামরুজ্জামান, প্রক্টর প্রফেসর ড. মামুনুর রশীদ এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ।

ইতিমধ্যে সব নিয়মিত শিক্ষার্থীকে স্বাস্থ্য ও জীবনবীমা প্রকল্পের আওতায় এনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। স্বাস্থ্য ও জীবনবীমার সুবিধা পেতে প্রতি বছর এনরোলমেন্ট ফি’র সঙ্গে বাৎসরিক ২৭০ টাকা প্রিমিয়াম দিতে হচ্ছে শিক্ষার্থীদের। এ স্বাস্থ্য ও জীবনবীমার আওয়াতায় তালিকাভুক্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা নেওয়ার ক্ষেত্রে বছরে সর্বোচ্চ ৫০ হাজার টাকা বীমা সুবিধা পাচ্ছেন শিক্ষার্থীরা। এক্ষেত্রে  হাসপাতালে থাকাকালীন কেবিন বা ওয়ার্ডের ভাড়া, হাসপাতাল সেবা, অস্ত্রোপচারজনিত ব্যয়, চিকিৎসকের পরামর্শ ফি, ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষার বিল বাবদ দৈনিক সর্বোচ্চ ৩ হাজার টাকা চিকিৎসা ব্যয় পাবেন।

স্বাস্থ্যবীমা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যকে সামনে রেখেই এই স্বাস্থ্যবীমা চালু করা হয়েছে। আশা করছি এই বীমার আওতাভুক্ত শিক্ষার্থীরা অসুস্থ হলে চিকিৎসার ব্যয়ভার মিটাতে প্রয়োজনীয় পেপারস যথাযথভাবে সংরক্ষণ করবে এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের মাধ্যমে আবেদন দাখিল করে বীমা সুবিধা গ্রহণ করবে।”

উল্লেখ্য, ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া সব শিক্ষার্থীদের জন্য এটি বাধ্যতামূলক করা হয়েছে। তবে ১৮, ১৯, ২০ ব্যাচের শিক্ষার্থীদের জন্য জানুয়ারি মাসে গুগল ফর্মের মাধ্যমে মতামত নেওয়া হবে। শিক্ষার্থীরা বীমা সুবিধা নিতে চাইলে সবার জন্য এটি বাধ্যতামূলক করা হবে। তবে, ছাত্রত্ব শেষ হলে শিক্ষার্থীরা এই বীমার আওতায় থাকবে না।
এসএ/