নগদ ও শিশুস্বর্গের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:২০ এএম, ২২ অক্টোবর ২০২২ শনিবার | আপডেট: ১১:২১ এএম, ২২ অক্টোবর ২০২২ শনিবার
ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ ও স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এই উদ্যোগের ফলে উপকৃত হয়েছে তেঁতুলিয়া উপজেলার প্রায় ৭০০ শিক্ষার্থী।
সম্প্রতি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ ও শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে তেঁতুলিয়া উপজেলার কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চবিদ্যালয় এবং কলেজে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চবিদ্যালয় এবং কলেজের অধ্যক্ষ ইমদাদুল হক।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, ‘নগদ’-এর রংপুর রিজিয়নাল সেলস্ ম্যানেজার শাহ নেওয়াজ আহমেদ, এরিয়া ম্যানেজার মতিউর চৌধুরী রুশৌ, টেরিটরি ম্যানেজার আবুল কাশেম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মন্নি আক্তারসহ শিশুস্বর্গ ফাউন্ডেশন ও তেঁতুলিয়ার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত আলোচকেরা বলেন, “প্রত্যেক নারীর পিরিয়ড স্বাভাবিক ও জীবনচক্রের অবিচ্ছেদ্য একটি অংশ। এটি নিয়ে এখনো দেশের অনেক মানুষের দৃষ্টিভঙ্গি স্বাভাবিক নয়। তবে বর্তমানে সচেতনতা কিছুটা বাড়লেও দারিদ্র্যতার কারণে এখনো অনেক নারী স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বা মানসম্মত স্যানিটারি প্যাড ব্যবহার করতে পারছেন না। ডাক বিভাগের সেবা ‘নগদ’ ও স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গের এ কার্যক্রম সত্যিই প্রশংসাজনক। ”
অনুষ্ঠানে ‘বাল্য বিবাহ এবং আত্মহত্যাকে না বলব’ স্লোগানের পাশাপাশি বাল্য বিবাহ ও আত্মহত্যাকে লাল কার্ড প্রদর্শন করা হয়।
পরে শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা বিষয়ে সচেতনতামূলক আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মন্নি আক্তার। তারপর বিনামূল্য ছাত্রীদের মাঝে স্যানেটারি ন্যাপকিন বিতরণসহ তাদের স্বাস্থ্যসুরক্ষা বিষয়ক বিভিন্ন পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ বিষয়ে ‘নগদ’-এর চিফ বিজনেস অফিসার শেখ আমিনুর রহমান বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে নগদ শুরু থেকে এমন বিভিন্ন হীতকর কাজের সাথে সম্পৃক্ত। আমরা চাই দেশের নতুন প্রজন্মের শিক্ষার্থীরা সামনের দিনে দেশের হাল ধরুক এবং একটি সুস্থ ও সুন্দর সমাজ নির্মাণ করুক, যে চাওয়ার সামান্য একটু প্রচেষ্টা ছিল শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম।’
এ সময় শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবীর আকন্দ বলেন, সীমান্ত জনপদে দারিদ্র্যপীড়িত পরিবারের মেয়েরা মাসিক স্বাস্থ্য নিয়ে সচেতন নয়। সামাজিক লজ্জায় অনেক কিছু গোপন করে। সামান্য একটু অসচেতনতার কারণে শরীরে বড় বড় রোগ বাসা বাধে। বাল্য বিয়ে নিরুৎসাহিত করতে এবং মাসিক স্বাস্থ্য সচেতনা নিয়ে বিভিন্ন বিদ্যালয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে উপজেলা ও জেলা পর্যায়ের বিদ্যালয়গুলোতে মেয়েদের সুবিধার জন্য ন্যাপকিন ভেন্ডিং মেশিন প্রদান করা হবে বলে তিনি জানান।
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ ইতিপূর্বে বিভিন্ন দুর্যোগের সময় যেমন, করোনা মহামারী মোকাবেলায় প্রধানমন্ত্রীর ফান্ডে ৬০ লাখ টাকার নগদ অর্থ সহায়তা প্রদান, সাম্প্রতিক সময়ে সিলেটে বন্যাকবলিত মানুষদের সহায়তায় ‘নগদ’ কর্মীদের একদিনের বেতন প্রদান ও শীতকালে পথ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ এমন আরও অনেক কার্যক্রমে এগিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।
এএইচ