ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৭ ১৪৩১

রাবিপ্রবির হলে প্রথমবার সহকারী প্রভোস্ট নিয়োগ

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ০১:২৮ পিএম, ২২ অক্টোবর ২০২২ শনিবার | আপডেট: ০৬:০৯ পিএম, ২২ অক্টোবর ২০২২ শনিবার

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হলে প্রথমবারের মতো সহকারী প্রভোস্ট নিয়োগ হয়েছে। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

নতুন সহকারী প্রভোস্ট হিসেবে ছেলেদের হলে নিয়োগ পেয়েছেন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সজীব ত্রিপুরা ও মেয়েদের হলে নিয়োগ পেয়েছেন সহকারী অধ্যাপক ফারহা সুলতানা (ম্যানেজমেন্ট বিভাগ)। 

এর আগে টানা দুই মেয়াদে হাউজটিউটর হিসেবে তারা দুজনই দায়িত্ব পালন করেন। 

এই বিষয়ে রাবিপ্রবির উপাচার্য ড. সেলিনা আখতারকে বিশেষ ধন্যবাদ জানিয়ে সহকারী অধ্যাপক সজীব ত্রিপুরা বলেন, “রাবিপ্রবির প্রথম সহকারী প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়ে আমি আনন্দিত। আমার উপর অর্পিত দায়িত্বগুলো সঠিকভাবে পালনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ভূমিকা রাখতে পারি সেজন্য সবার সহযোগীতা কামনা করছি।”

রাবিপ্রবির আবাসিক হলের শুরু থেকে হলের সার্বিক দায়িত্ব পালনের জন্য হল সুপার ও হাউজ টিউটরেই সীমাবদ্ধ ছিলো। তাই সহকারী প্রভোস্ট নিয়োগের খবর শিক্ষার্থীদের মাঝে কিছুটা সস্তির খবর ছড়িয়েছে। 

এই নিয়োগের ফলে শিক্ষার্থীদের হলে আলাদা শৃঙ্খলা ও বাড়তি সুযোগ সুবিধা যুক্ত হবে বলে মনে করছেন রাবিপ্রবিয়ানরা।

এএইচ