ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৮ ১৪৩১

পাতায় ফুটিয়ে তোলেন মানুষের মুখচ্ছবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:২১ পিএম, ২২ অক্টোবর ২০২২ শনিবার

পাতার মাঝে ফুটিয়ে তোলা মানুষের মুখচ্ছবি

পাতার মাঝে ফুটিয়ে তোলা মানুষের মুখচ্ছবি

তখন ২০১৭ সাল। ভর দুপুরে কড়া রোদের তাপ। তার মাঝেই মাঠে চলছে ক্রিকেট খেলা। বসে বসে আর সময় কাটে না। হাতের কাছে পাতা দেখে মাথায় এলো- এতে আঁকা যায় কিনা! যেই ভাবা সেই কাজ। পাতার মাঝে মানুষের হুবহু মুখচ্ছবি ফুটিয়ে তুললেন। তারপর থেকে এই শিল্পকর্ম শুরু করেন তিনি।

বলছিলাম ফরিদপুর জেলার চর ভদ্রাসন থানার বাসিন্দা মুহাম্মদ ইব্রাহিম হোসাইন-এর কথা। অভিনব এই শিল্পকর্মের জন্য ইতোমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন সৌদি প্রবাসী ইব্রাহিম।

গাছের কাঁচা পাতায় সূচ দিয়ে কেটে কেটে এই শিল্পকর্মটি তৈরি করেন তিনি। তার এ শিল্পকর্ম দেখে মুগ্ধ হয়েছেন সবাই। সবাইকে তাক লাগিয়ে দিয়ে পেয়েছেন অফুরন্ত ভালোবাসা, প্রসংশা আর বাহবা। 

অভিনব এই শিল্পকর্মটি তৈরি করতে ইব্রাহিম হোসাইনের সময় লাগে প্রায় তিন ঘণ্টা। কখনও বা তার বেশিও লাগে। 

এই শিল্পকর্ম সম্পর্কে জানতে চাইলে ইব্রাহিম হোসাইন জানান, ছয় বছর আগে অভিনব এই শিল্পকর্ম শুরু করেন তিনি। একদিন মাঠে খেলা দেখার সময় পাতা দেখে এই শিল্পকর্মের ভাবনা মাথায় আসে তার। তবে এই শিল্পকর্মের জন্য কোথাও প্রশিক্ষণ নিতে হয়নি তাকে। নিজে নিজেই চেষ্টা করে শিখেছেন শিল্পকর্মটি। 

ইব্রাহিম হোসাইন

অভিনব এই শিল্পকর্মটি সংরক্ষণের বিষয়ে তিনি বলেন, ‘গাছের পাতা হওয়ায় শিল্পকর্মটি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পাতাটি লেমিনেশন করলে তা দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব’। 

কর্ম ব্যস্ততার ফাঁকে সুযোগ পেলেই গাছের পাতা কেটে বিভিন্ন মনীষীসহ স্বজনদের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলেন ইব্রাহিম হোসাইন। 

বর্তমানে শিল্পকর্মটি নিয়ে তার তেমন কোনও পরিকল্পনা না থাকলেও পরবর্তীতে এ বিষয়ে ভাববেন উল্লেখ করে তিনি বলেন, ‘ভবিষ্যতে শুধু মানুষের রূপ নয়, বিভিন্ন ছবি পাতার মাঝে ফুটিয়ে তুলতে চাই’।

লেখক- সাজেদুর আবেদীন শান্ত, ফিচার লেখক ও গণমাধ্যমকর্মী

এনএস//