ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

‘লিভার বিশেষজ্ঞগণ রোগীদের চিকিৎসায় প্রশংসনীয় ভূমিকা পালন করছেন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৯ পিএম, ২২ অক্টোবর ২০২২ শনিবার

বাংলাদেশের লিভার বিশেষজ্ঞদের ভূয়ষী প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “বাংলাদেশের লিভার বিশেষজ্ঞগণ লিভার রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্রশংসনীয় ভূমিকা পালন করছেন। আমাদের লিভার বিশেষজ্ঞরা হেপাটাইটিস বি আক্রান্ত রোগীদের চিকিৎসায় ন্যাসভ্যাক নামক নতুন ওষুধের যৌথ উদ্ভাবন করেছেন।”

শনিবার (২২ অক্টোবর) পদ্মা সেতু সংলগ্ন হক কিচেন এন্ড রেসিডেন্সিতে অনুষ্ঠিত “বাংলা লিভার ককাস (বালিকা)”-এর প্রথম বৈজ্ঞানিক সম্মেলনে দেয়া নিজের বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

বাংলা ভাষাভাষী লিভার বিশেষজ্ঞ ও লিভার চিকিৎসায় আগ্রহী বিশেষজ্ঞদের মধ্যে পারস্পরিক ও বৈজ্ঞানিক সহযোগীতা সুদৃঢ় ও সম্প্রসারিত করার লক্ষ্যে ফোরাম ফর দ্য স্টাডি অব লিভার ডিজিজেজ বাংলাদেশ-এর আয়জনে পদ্মায় এই প্রথম বৈজ্ঞানিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

নিজের বাণীতে প্রধানমন্ত্রী আরও বলেন, “দেশে এখন দুরারোগ্য হেপাটাইটিস-সি এর ব্যয়বহুল চিকিৎসা সরকারিভাবে বিনামূল্যে করা হচ্ছে। দেশের লিভার বিশেষজ্ঞগণ লিভার রোগীদের চিকিৎসায় স্টেম সেলসহ নতুন নতুন চিকিৎসা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রোগীদের সেবায় অবদান রাখছেন। বর্তমান আওয়ামী লীগ সরকার নতুন নতুন চিকিৎসা প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে সব ধরণের সহযোগিতা অব্যাহত রাখবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় স্বাস্থ্যখাতে রূপকল্প-২০৪১ বাস্তবায়নের মাধ্যমে জাতির পিতার স্বপ্নের 'সোনার বাংলাদেশ' গড়ে তুলবো- ইনশাআল্লাহ।”

বালিকার সমন্বয়ক ও ফোরামের চেয়ারম্যান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটেলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মানুন আল মাহতাব স্বপ্নীলের সভাপতিত্বে সম্মেলনটিতে বাংলাদেশ ও ভারতের ১০০ জন লিভার বিশেষজ্ঞগণ যোগদান করেন। 

পদ্মায় বালিকার এই সম্মেলনে ভারত থেকে যোগদান করেন গৌহাটি মেডিকেল কলেজের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক বি ডি গোস্বামী, ইন্ডিয়ান কলেজ অব ফিজিশিয়ান-এর ডীন অধ্যাপক আলকা দেশপান্ডে, আগরতলা সরকারি মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক প্রদীপ ভৌমিক, কলকাতার আই.পি.জি.এম.ই.আর ও এস.এস.কে.এম হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক নন্দিনী চ্যাটার্জি, শিলচর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. অমিত কালওয়ার, গৌহাটির ডা. এলিনা পেট্রুখিনা এবং সানাটা হেলথ কেয়ার-এর সি.ই.ও মন্তোষ দে। 

বাংলাদেশে থেকে অন্যান্য লিভার বিশেষজ্ঞদের মধ্যে যোগদান করেন এসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব লিভার ডিজিজেজ বাংলাদেশ-এর প্রেসিডেন্ট অধ্যাপক ডা. সেলিমুর রহমান, শেখ হাসিনা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের ডীন ডা. কুতুব উদ্দিন মল্লিক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. এম এ রহিম, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. ফজল করিম, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম সরকার, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. প্রভাত কুমার পোদ্দার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. শেখ মোহাম্মদ নুর-ই-আলম ডিউ, শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. আশরাফুল আলম, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. শওকত হোসেন রোমেল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. রোকসানা বেগম, ঢাকা মেডিকেল কলেজের লিভার বিশেষজ্ঞ ডা. আবুল হায়াত মানিক প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফোরাম ফর দ্য স্টাডি অব লিভার ডিজিজেজ বাংলাদেশ-এর ডিরেক্টর মো. হেলাল উদ্দিন, গ্লোব বায়োটেক-এর সি.ই.ও ডা. কাকন নাগ, সি.এস.ও ডা. নাজনীন সুলতানা, সিনিয়র ম্যানেজার ডা. মো. মহিউদ্দিন, এবং বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর ডেপুটি সেলস ম্যানেজার দেবাশীষ সাহা। 

অনুষ্ঠানে লিভার ক্যান্সার এওয়ারন্যাস মানথ উপলক্ষে লিভার ক্যান্সারের চিকিৎসায় ওরাল কেমোথেরাপি নিয়ে আলোচনা করেন আগরতলা সরকারি মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক প্রদীপ ভৌমিক। 

লিভার ক্যান্সার চিকিৎসার সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি ইমিউন চেক পয়েন্ট ইনহিবিটর নিয়ে আলোচনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটেলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মানুন আল মাহতাব স্বপ্নীল। 

অনুষ্ঠানটিতে সায়েন্টিফিক পার্টনার হিসেবে ছিল বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

এনএস//