ঘুর্ণিঝড় সিত্রাং: ভোলায় প্রস্তুত ৭৪৬টি আশ্রয় কেন্দ্র
ভোলা প্রতিনিধি
প্রকাশিত : ০৪:১৩ পিএম, ২৩ অক্টোবর ২০২২ রবিবার
ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। রোববার সকাল থেকেই জেলা জুড়ে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। উপকূলীয় জেলা ভোলাকে ৩নং নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
ঘুর্ণিঝড় মোকাবেলায় রোববার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলায় সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী জানান, ঘুর্ণিঝড় মোবাকেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারিদের কর্মস্থলে থাকতে নির্দেশ দেয়া হয়েছে। ইতোমধ্যে জেলার ৭৪৬টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।
জেলায় মোট ৮টি কন্ট্রোল রুম খোলা হয়েছে।
১৩ হাজার ৬৬০জন ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। জেলার ৭০টি ইউনিয়ন ও সাতটি উপজেলায় একটি করে মেডিকেল টিম গঠন করা হয়েছে।
জেলার বিচ্ছিন্ন ঝুঁকিপূর্ণ চরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে আনার প্রস্তুতি নেয়া হয়েছে।
এএইচ