ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

শুরুতেই নেই তিন উইকেট, চাপে ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৩৭ পিএম, ২৩ অক্টোবর ২০২২ রবিবার

চলতি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজদের প্রথম ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। মেলবোর্নে অনুষ্ঠিত হাইভোল্টেজ এই ম্যাচে আগে ব্যাট করে ইফতেখার ও শান মাসুদের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করেছে পাকিস্তান। অর্থাৎ জয়ের জন্য ভারতের দরকার ১৬০ রান।

সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারটি সামলে খেললেও দ্বিতীয় ওভারেই উইকেট হারিয়েছে ভারত। নাসিম শাহর বলে প্লেড-অন বোল্ড হয়ে ফেরেন লোকেশ রাহুল (৪)। যাতে মাত্র ৭ রানেই প্রথম উইকেট খোয়ায় মেন ইন ব্লুরা।

পরে শাহিন আফ্রিদির করা তৃতীয় ওভারটি সামলে ৩ রান নিতে পারে ভারত। তবে চতুর্থ ওভার করতে আসা হারিস রউফের দ্বিতীয় বলেই স্লিপে থাকা ইফতেখারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা (৪)। যার ফলে ১০ রানেই দ্বিতীয় উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬ ওভারে তাদের সংগ্রহ ৩ উইকেটে ২৯ রান। বিরাট কোহলী ৩ রানে এবং অক্সার প্যাটেল ৩ রানে ক্রিজে আছেন।

সূর্যকুমার যাদব ১৫ রান করে সাজঘরে ফেরেন। জোড়া উইকেট শিকার করেন হারিস রউফ।

এর আগে পাকিস্তানের হয়ে ফিফটি হাঁকান ইফতেখার আহমেদ ও শান মাসুদ। প্রথম জন ৩৪ বলে ৫১ করে আউট হলেও দ্বিতীয়জন ৫টি বাউন্ডারির সাহয্যে ৪২ বলে নট-আউট থাকেন ৫২ রান করে।

ভারতের হয়ে ৩টি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া ও আর্শদ্বিপ সিং।

এনএস//