ভ্যানচালক ফকির চান হত্যায় আটক ২
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৩:২৬ পিএম, ২৪ অক্টোবর ২০২২ সোমবার
সিরাজগঞ্জের বেলকুচির ভ্যানচালক ফকির চান হত্যায় ঘাতকসহ ২ জনকে আটক করেছে পুলিশের অপরাধ দমন বিভাগ।
আটককৃতরা হলেন বেলকুচি থানার ক্ষিদ্রমাটিয়া গ্রামের বলরামচন্দ্র বাজবংশীর ছেলে ঘাতক সঞ্জিত চন্দ্র রাজবংশী (৩৫)। অপরজন হচ্ছে চোরাই অটোভ্যান কেনার অপরাধে আটক কামারখন্দ থানার ভারাঙ্গা গ্রামের বেল্লাল হোসেনের ছেলে আব্দুর রহিম (৩০)।
সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার অফিসে প্রেস ব্রিফিংয়ে অপরাধ দমনের অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ১৭ অক্টোবর রাতে মাছ কেনার কথা বলে ফকির চানের ভ্যানটি ভাড়া করে পূর্ব পরিচিত ঘাতক। গভীর রাতে উল্লাপাড়া থানার ঘাটিনাতে নিয়ে গিয়ে গলায় গামছা পেছিয়ে চালককে মাটিতে ফেলে দেয় এবং রড দিয়ে মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে।
পরে লাশ রাস্তার পাশের ঝোপে ফেলে দিয়ে ভ্যানটি নিয়ে চলে যায় ঘাতক সঞ্জিত। একই রাতে অটোভ্যানটি চোরাকারবারি রহিমের কাছে ২৪ হাজার টাকায় বিক্রি করে সে।
এ ব্যাপারে পরিবার থানায় অভিযোগ করেনি। ফেসবুকে হত্যার তথ্য পেয়ে জিডি করে ওসি বেলকুচি।
পুলিশ তদন্ত করে রোববার রাতে ঘাতক এবং অটোভ্যান ক্রেতাসহ ২ জনকে আটক এবং নিখোঁজ ফকির চানের অর্ধগলিত লাশ উদ্ধার করে।
এছাড়া অটোভ্যান, ১টি মোবাইল এবং হত্যায় ব্যবহৃত রড উদ্ধার করে।
এএইচ