ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৫ ১৪৩১

বরগুনায় জেলা প্রশাসকের মাইকিং, আশ্রয় কেন্দ্রে যাবার অনুরোধ

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৫৩ পিএম, ২৪ অক্টোবর ২০২২ সোমবার | আপডেট: ০৩:৫৬ পিএম, ২৪ অক্টোবর ২০২২ সোমবার

বরগুনায় ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় ঝুঁকিপূর্ণ এলাকা পোটকাখালী আশ্রয়ণে নদীর তীরবর্তী এলাকায় মাইকিং করেছেন জেলা প্রশাসক হাবিবুর রহমান। সকলকে আশ্রয় কেন্দ্রে যাবার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। 

সোমবার (২৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে জেলা প্রশাসক হাবিবুর রহমান পোটকাখালী আশ্রয়নে নদীর তীরবর্তী এলাকায় সচেতনতার জন্য মাইকিং করেন। 

এসময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফয়সাল আহমেদ, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওসার হোসেন ও এনডিসি ফারহানা ইয়াসমিন। 

ঝুকিপূর্ণ এলাকা পরিদর্শন করে সকলকে নিরাপদে আশ্রয় নেয়ার অনুরোধ জানিয়েছেন।  

এসময় জেলা প্রশাসক বলেন, আশ্রয়কেন্দ্রে অবস্থানের সময় খাবার এবং চিকিৎসার ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে করা হবে। যারা আশ্রয় কেন্দ্রে যাবে না তাদের নিরাপদে নেয়ার জন্য বাধ্য করা হবে। 

বরগুনা জেলায় নয় হাজার স্বেচ্ছাসেবক এবং ৬৪২টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে এবং সকল সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া শুকনা খাবার ও মেডিকেল টিম প্রস্তুত করেছে জেলা প্রশাসন। 

এএইচ