ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

প্রথমবার কবীর সুমনের সঙ্গে গাইলেন আসিফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ২৪ অক্টোবর ২০২২ সোমবার

ক্যারিয়ারে প্রথমবারের মতো ওপার বাংলার বিখ্যাত গায়ক, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক কবীর সুমনের সঙ্গে গাইলেন আসিফ আকবর। এর আগে কবীর সুমনের লেখা গানে কণ্ঠ দিলেও একসঙ্গে কণ্ঠ দেওয়া এটাই প্রথম। 

গানটি লিখেছেন কবীর সুমন। গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন উজ্জ্বল সিনহা। গানের কথামালা এমন- ‘আসিফ এখন একান্নোয়/কবীর চলছে তিয়াত্তর/চলতে চলতে রাত ফুরোয়/রাত পেরোলেই আসবে ভোর।’

রবিবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে ‘বাংলাঢোল’-এর স্টুডিওতে গানটির রেকর্ডিং করেন কবীর সুমন ও আসিফ আকবর। পরে একসঙ্গে ছবিও তোলেন দুই দেশের দুই সংগীত তারকা।

এ বিষয়ে আসিফ বলেন, “এর আগে কবীর সুমনের লেখা ১০টি গান গেয়েছি। যার সাতটির সংগীতায়োজন করেছেন উজ্জল সিনহা। কবীর সুমন তাকে খুবই পছন্দ করেন। এবারই প্রথম সুমন ভাইয়ের সঙ্গে ডুয়েট গানে কণ্ঠ দিয়েছি। এটা অন্যরকম এক ভালো লাগা। এবারও গানটির সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।”

তিনি বলেন, “মাত্র রেকর্ডিং সম্পন্ন হলো। শিগগিরই বাংলাঢোল থেকে গানটি প্রকাশ করা হবে।”

কয়েকদিন ধরে বাংলাদেশে অবস্থান করছেন কবীর সুমন। আর সেই সুযোগটা কাজে লাগিয়েছেন ‘বাংলা গানের যুবরাজ’ খ্যাত গায়ক আসিফ আকবর।
এসএ/