গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের পঞ্চম দিনে যা থাকছে
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:৪৮ পিএম, ২৪ অক্টোবর ২০২২ সোমবার
রাজধানীতে শুরু হওয়া ১১ দিনব্যাপী গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের পঞ্চম দিনেও প্রতিদেনর মতো নানা আয়োজন থাকছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) উৎসবের পঞ্চম দিন উন্মুক্ত মঞ্চের অনুষ্ঠান শুরু হবে বিকাল ৪টায়। মুক্তমঞ্চে পথনাটক পরিবেশন করবে উত্তরীয় থিয়েটার। শিশু সংগঠনের পরিবেশনা- কিংবদন্তী আবৃত্তি পরিষদ, অচিন পাখি। দলীয় আবৃত্তি- রোদের ইসকূল। দলীয় সংগীত- সুরতাল। দলীয় নৃত্য- ভোরের পাখি নৃত্যকলা কেন্দ্র।
একক সংগীত পরিবেশন করবেন বিমান চন্দ্র বিশ্বাস, সানজিদা মঞ্জুরুল হ্যাপী। একক আবৃত্তি পরিবেশন করবেন মাসুদ আহমেদ, মাহমুদা সিদ্দিকা সুমি, নুসরাত ইয়াসমিন রুম্পা।
জাতীয় সঙ্গীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনের অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৭ টায়। পরিবেশিত হবে জলার্ক- এর আবৃত্তি প্রযোজনা ‘কাঁটাতারে প্রজাপতি’ এবং উদ্ভাসন- এর আবৃত্তি পরিবেশনা ‘আগমনী’।
জাতীয় নাট্যশালায় নাটক প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা ৭ টায়। নাটক ‘মাংকি ট্রায়াল’ পরিবেশন করবে বাতিঘর ।
এক্সপেরিমেন্টাল থিয়েটার নাটক প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা ৭ টায়। ‘উপসংহার’ নাটক পরিবেশন করবে বরিশালের শব্দাবলী গ্রুপ থিয়েটার।
স্টুডিও থিয়েটার নাটক প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা ৭ টায়। নাটক ‘চা অথবা কফি’ পরিবেশন করবে মৈত্রী থিয়েটার।
ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে (বাংলাদেশ মহিলা সমিতি) নাটক প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা ৭ টায়। নাটক ‘বহিপীর’ পরিবেশন করবে ঢাকা থিয়েটার মঞ্চ।