ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

সিত্রাংয়ের বৈরি আবহাওয়ায় যমুনায় ডুবে মা-ছেলের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ০৯:০৮ এএম, ২৫ অক্টোবর ২০২২ মঙ্গলবার

সিরাজগঞ্জে সিত্রাংয়ের বৈরি আবহাওয়ায় নৌকা নিয়ে পাড় হওয়ার সময় যমুনায় ডুবে মা ও ছেলের মৃত্যু হয়েছে। নৌকাডুবির ঘটনায় আরও ৯ উদ্ধার করেছে স্থানীয়রা। 

নিহতরা হলেন পূর্ব মোহনপুর গ্রামের আশা সিদ্দিকী (৩০) ও শিশু সন্তান আরাফাত (২)। 

উদ্ধার হওয়া সুমি খাতুন ও সয়দাবাদ ইউনিয়নের চেয়ারম্যান নবিদুল ইসলাম জানান, সোমবার (২৪ অক্টোবর) রাত ৮টার সময় সয়দাবাদ রেলস্টেশন ঘাট থেকে পূর্ব মোহনপুরে একটি নৌকাযোগে যমুনা পার হচ্ছিলেন ১১ জন। তখন সিত্রাংয়ের ঝড়ের বৈরী আবহাওয়ায় তলিয়ে যায় নৌকাটি। 

তখন চিৎকার করলে এলাকাবাসীর সহযোগিতায় অন্যরা উদ্ধার হলেও মা ও শিশু তলিয়ে যায়। 

পরে স্থানীয়রা আহত মা ও মৃত শিশুটিকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আয়েশা সিদ্দিকা মারা যান।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, বৈরী আবহাওয়ায় নৌকাটি ডুবে গেলে প্রথমে শিশু এবং পরে তা মা মারা যান। এ ঘটনায় এলাকাজুড়ে শোক বিরাজ করছে।

এএইচ