ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ১১:৪৬ এএম, ২৫ অক্টোবর ২০২২ মঙ্গলবার
টানা বর্ষণে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে পানি জমে থাকার কারণে যানবাহন চলছে ধীর গতিতে। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার সকালে তারগাছ এলাকা থেকে টঙ্গী পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। তাতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
এই মহাসড়ক জুড়ে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। সেই সব গর্তে পানি জমে থাকায় যানবাহন চলাচল করছে ধীর গতিতে।
পুলিশ জানায় , বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত চলছে বিআরটি (বাস র্যাপিড ট্রানজিট) প্রকল্পের কাজ। এ কাজ করতে গিয়ে সড়কের বিভিন্ন অংশে তৈরি হয়েছে ছোট-বড় গর্ত। এর মাঝে সোমবার দিন ও রাতের বৃষ্টিতে সেসব গর্ত-খানাখন্দে পানি জমেছে। এতে ঠিকমতো যানবাহন চলাচল করতে না পারায় যানবাহনের দীর্ঘসারির সৃষ্টি হয়েছে।
এর বাইরে মিলগেইট এলাকাসহ বিভিন্ন অংশে লেন সংকোচন হয়ে পড়ায় যান চলাচলে ধীরগতি তৈরি হয়েছে।
বিভিন্ন পয়েন্টে যানজট নিরসনে কাজ করে যাচ্ছে মেট্রোপলিটন পুলিশ।
এএইচ