ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪,   কার্তিক ২১ ১৪৩১

চট্টগ্রাম-কক্সবাজার-বরিশাল বিমানবন্দর চালু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:০৪ পিএম, ২৫ অক্টোবর ২০২২ মঙ্গলবার

দেশের উপকূলীয় তিন অঞ্চল চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরে উড্ডয়ন কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিমানবন্দর চালু করা হয়। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সোমবার বিকেল ৩টা থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত দেশের উপকূলীয় অঞ্চলের তিন বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। 

ঘূর্ণিঝড়ের প্রস্তুতি হিসেবে দেশের বিমানবন্দরের অ্যাপ্রোন এলাকার হালকা যন্ত্রপাতি সরিয়ে রাখা হয়। এয়ারলাইনগুলোকেও তাদের যন্ত্রপাতি নিরাপদ স্থানে রাখতে বলা হয় যাতে ঝড়ে কোনো যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত না হয়।
এসএ/