ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

সিত্রাং: ৮ জেলায় ১৫ মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৪৩ পিএম, ২৫ অক্টোবর ২০২২ মঙ্গলবার

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে উপকূল এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একইসঙ্গে দেশের আট জেলায় মৃত্যু হয়েছে ১৫ জনের।

সোমবার (২৪ অক্টোবর) মধ্যরাতে সিত্রাং বাংলাদেশ অতিক্রম করেছে। এ সময় ভয়াবহ ঘূর্ণিঝড়ের নোয়াখালী, ভোলা, বরিশাল ও কক্সবাজারসহ উপকূলের বিভিন্ন এলাকায় ৬-৯ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয়।

বিভিন্নস্থানের সংবাদ সূত্রে জানা গেছে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে নানান কারণে ১৫ জনের মৃত্যু হয়েছে।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল এলাকায় রাত ১০টার দিকে গাছচাপা পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়। নিহতরা হলেন- হেসাখাল খামারপাড়া গ্রামের নিজাম উদ্দিন (২৮), তার স্ত্রী সাথী আক্তার (২৪) এবং তাদের ৪ বছরের শিশু সন্তান লিজা।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে উত্তাল যমুনা নদীতে নৌকাডুবিতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। রাত ১১টার দিকে সিরাজগঞ্জের সয়দাবাদের পূর্ব মোহনপুরে যমুনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নৌকাটিতে ৫ জন আরোহী ছিলেন। তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও মা ও ছেলের মৃত্যু হয়। তাদের পরিচয় এখনও জানা যায়নি। 

ভোলায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নে গাছচাপা পড়ে মনির স্বর্ণকার (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মনির সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলে ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় ঝড়ের প্রভাবে গাছচাপা পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ভোলার দৌলতখান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে ঘরচাপা পড়ে বিবি খাদিজা (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে গাছচাপায় রাত ৮টার দিকে বরগুনা সদর উপজেলার সোনাখালী এলাকায় আমেনা খাতুন নামে শতবর্ষী এক বৃদ্ধা মারা গেছেন। মৃতের স্বজনরা জানান, আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিয়ে ঘরে বসে ভাত খাচ্ছিলেন আমেনা খাতুন। এ সময় ঘরের পাশে থাকা একটি চাম্বল গাছ উপড়ে তার ঘরের ওপর পড়ে। এতে ঘরের নিচে চাপা পড়েন তিনি। পরে স্বজনরা তাকে মৃত অবস্থায় ঘরের নিচ থেকে উদ্ধার করেন।

ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে স্থলসীমা অতিক্রম করার সময় ব্রাহ্মণবাড়িয়ার কসবা গোপীনাথপুরে ঘরে গাছচাপায় জয়নাল আবেদিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্ত্রীও। সোমবার রাত ১টার দিকে ঘুমন্ত অবস্থায় গাছচাপায় তার মৃত্যু হয় বলে জানান জেলা প্রশাসক মো. শাহবীর আলম।

পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নে প্রতাপপুর লঞ্চঘটে একটু দূরে নদীতে ট্রলারডুবির ঘটনায় মিজানুর রহমান (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে অভিযান চালিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান জেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মুজিবুর রহমান।

এ ছাড়াও নড়াইল ও শরীয়তপুরে আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সিত্রাংয়ের প্রভাবে বৃষ্টি আর ঝড়ের মধ্যে ঢাকার হাজারীবাগে দেয়াল ধসে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে চট্টগ্রামের মিরসরাই উপজেলা এলাকার সমুদ্র উপকূলে থাকা ড্রেজার ডুবে আট শ্রমিক নিখোঁজ হয়েছেন।

নিখোঁজ শ্রমিকরা হলেন- ড্রেজার চালক ইমাম মোল্লা (৩২), শাহীন মোল্লা (৩৮), মাহমুদ মোল্লা (৩২), আলামিন (২১), বশর (৪৫) ও তারেক। বাকী দুজনের নাম পরিচয় পাওয়া যায়নি। তাদের সবার বাড়ি পটুয়াখালীর জৈনকাঠি ও মোল্লাবাড়ি থানায়।
এসএ/