ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২০ ১৪৩১

১৯ ঘণ্টা পর নড়াইল মহাসড়কে যানবাহন চলাচল শুরু

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ০২:১৯ পিএম, ২৫ অক্টোবর ২০২২ মঙ্গলবার

ঝড়ের প্রভাবে নড়াইলের মাদরাসা এলাকায় বটগাছ পড়ে ঢাকা-মাওয়া-বেনাপোল মহাসড়ক বন্ধ থাকার প্রায় ১৯ ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু হয়েছে। 

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে যানবাহন চলাচল শুরু হয়। এর আগে সোমবার (২৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে মহাসড়কের ওপর গাছ পড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ কারণে নড়াইল, যশোর, খুলনা, গোপালগঞ্জ, সাতক্ষীরা, ঢাকা-বেনাপোলগামী যাত্রীবাহী বাস, অ্যাম্বুলেন্সসহ সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। চরম দুর্ভোগে পড়েন যাত্রীসাধারণ। 

সোমবার বিকালে সড়কের ওপর গাছটি পড়লেও উদ্ধার অভিযান অনেক দেরিতে শুরু হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা জানান, ফায়ার সার্ভিসসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

এএইচ