ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

২০ ঘণ্টা পর মোংলা বন্দরে পণ্য খালাস শুরু

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ০৩:২৬ পিএম, ২৫ অক্টোবর ২০২২ মঙ্গলবার

ঘূর্ণিঝড় সিত্রাং দুর্বল হওয়ায় মোংলা সমুদ্র বন্দর থেকে সাত নম্বর বিপদ সংকেত প্রত্যাহার করেছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বন্দর কর্তৃপক্ষ থেকে নিজস্ব এলার্ট থ্রিও তুলে নেওয়া হয়েছে। তবে মোংলায় এখনও ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রয়েছে।

দুর্যোগ কেটে যাওয়ায় ২০ ঘন্টা পর মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল থেকে  বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে। 

বন্দরে অবস্থানরত কয়লা, সার, গ্যাসসহ ১২টি বাণিজ্যিক জাহাজে পণ্য ওঠা-নামার কাজ পুরোদমে শুরু হয়েছে। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার ক্যাপ্টেন শাহীন মজিদ বলেন, দুর্যোগ কেটে যাওয়া নতুন করে বন্দরে ঢুকেছে মার্শাল আইল্যান্ড পতাকাবাহী ‘এভারেস্ট কে’ ও ভেগা ষ্টেন্ডটি’ নামে দুটি বিদেশি জাহাজে। এসব জাহাজে কয়লা ও সার রয়েছে। এছাড়া পণ্য খালাস শেষে এদিন বন্দর ত্যাগ করেছে আরও তিনটি বাণিজ্যিক জাহাজ।

এর আগে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাত নম্বর বিপদ সংকেত জারির পর সোমবার (২৩ অক্টোবর) রাত ৯টা থেকে মোংলা বন্দরে অবস্থানরত সকল বিদেশি জাহাজের পণ্য ওঠা-নামার কাজ বন্ধসহ সকল প্রকারের অপারেশনাল কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল।

মোংলা বন্দর ব্যবহারকারী এইচ এম দুলাল জানান, প্রাকৃতিক দুর্যোগের ওপর কারো হাত নেই। তারপরও পণ্য খালাস করতে না পারায় তাদের মোটা অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে। তবে সকাল থেকে তাদের শ্রমিকরা পুনরায় কাজে যোগদান করেছে।

এএইচ