ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

পেটের পীড়ায় হাসপাতালে ভর্তি, আকস্মিক মৃত্যু জবি ছাত্রীর

জবি সংবাদদাতা

প্রকাশিত : ০৮:৩২ এএম, ২৭ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার

পেটের পীড়া নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের ছাত্রী আঞ্জুমান আরা সুখী। এরপর বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে তার মৃত্যু হয়। 

তার আকস্মিক মৃত্যুতে শোকাহত বিভাগ ও বিশ্ববিদ্যালয় পরিবার।

শিক্ষার্থীর সহপাঠি হাসান সজিব জানান, প্রাথমিকভাবে পেটে পীড়া ও সর্দি নিয়ে ১৫ অক্টোবর হাসপাতালে ভর্তি হন সুখী। ধীরে ধীরে সমস্যা বাড়তে থাকে। এরমধ্যে ডাক্তার বড় কোনো রোগ শনাক্ত করতে পারেননি। তবে তাদের ধারণা ব্রেন ইনফেকশন হয়েছিল। আজ সিটি স্ক্যান করার কথা ছিলো। তার আগেই রাত ৩.১১ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সুখী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেউতা গ্রামে। পরিবারের প্রথম সন্তান তিনি। তার পিতার নাম আব্দুল আউয়াল খান।

বাংলা বিভাগের চেয়ারম্যান পারভীন আক্তার জেমী বলেন, সুখী খুব ভালো একজন ছাত্রী এবং সবার প্রিয়। হঠাৎ করেই আমাদের ছেড়ে গেলো। আমরা শোকসন্তপ্ত পরিবারের সাথে যোগাযোগ রাখছি। 

শোক প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, সকালে জানতে পারলাম এক শিক্ষার্থী মারা গেছে। আমরা পরিবারের সাথে কথা বলার চেষ্টা করছি। তার যে কোনো সহযোগিতায় আমরা সাথে থাকবো।

এএইচ