ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৫ ১৪৩১

ড্রেজার ডুবি: আরও এক শ্রমিকের মরদেহ উদ্ধার, বাকি ২​​​​​​​

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ০৯:২১ এএম, ২৭ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার | আপডেট: ০৯:৪৭ এএম, ২৭ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রেজার ডুবির ঘটনায় আরও এক শ্রমিক মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিখোঁজ ৮ শ্রমিকের মধ্যে ৬ জনের মরদেহ উদ্ধার করলো কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এখনও নিখোঁজ রয়েছেন আরও দুই শ্রমিক।

শাহিন মোল্লা (৩০), আলম (২৫), জাহিদ (২৯), ইমাম (২৫), মাহমুদ (২২) ও আল আমিন (২০) নামে ছয় শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন বশর হাওলাদার (৩৫), ও তারেক মোল্লা (২০)।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে শাহিন মোল্লার লাশ উদ্ধার হয়েছে। এর আগে বুধবার রাত ১০ টার দিকে আলমের লাশ উদ্ধার হয়। একই দিন সকালে জাহিদ, ইমাম ও মাহমুদের লাশ উদ্ধার করে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। 

এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে প্রথমে আল আমিনের লাশ উদ্ধার হয়েছিল।

নিখোঁজ শ্রমিকদের উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে। 

নিখোঁজদের অপেক্ষায় বঙ্গপোসাগরের সন্দ্বীপ চ্যানেলের মিরসরাই অংশে স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে একটি, বুধবার রাতে একটি এবং একইদিন সকালে তিনটি মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসকর্মীরা। ডুবে যাওয়া ড্রেজারের ভেতর থেকে তাদের উদ্ধার করা হয়। 

এ পর্যন্ত নিখোঁজ আট শ্রমিকের মধ্যে ছয় শ্রমিকের মরদেহ উদ্ধার হয়েছে। বাকি দুইজন এখনো নিখোঁজ। তাদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, গত সোমবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগর উত্তাল হয়ে পড়ে। ওই সময় সাগরের কিনারে থাকা একটি বালুর ড্রেজার ডুবে যায়। এসময় ড্রেজারের ভেতরে নয়জন শ্রমিক ছিলেন। তাদের মধ্যে একজন সাঁতরে পাড়ে উঠলেও বাকি আটজন নিখোঁজ হন। 

পরদিন মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকাল ৩টা থেকে চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের পাঁচ সদস্যের একটি ডুবরি দল তাদের উদ্ধারে চেষ্টা করেও ব্যর্থ হন। পরে ওইদিন রাত সাড়ে ৮টার দিকে নিখোঁজ শ্রমিকদের একজনের মরদেহ সাগর কিনারে ভেসে আসলে মিরসরাই ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধার করেন।

এএইচ