উদ্বোধন হচ্ছে পায়রা বন্দরের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প
কুয়াকাটা ও কলাপাড়া প্রতিনিধি
প্রকাশিত : ১০:০৬ এএম, ২৭ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার | আপডেট: ১১:৩৮ এএম, ২৭ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার
পায়রা বন্দরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এর মধ্যে দেশের বৃহত্তম ড্রেজিং প্রকল্প ও নির্মাণাধীন প্রথম টার্মিনাল উল্লেখযোগ্য।
বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশের এই বৃহত্তম ড্রেজিং ও প্রথম টার্মিনাল প্রকল্প ছাড়াও আজ বন্দর সংলগ্ন আন্ধারমানিক নদীর উপর ১ দশমিক ১৮ কিলোমিটার দৈর্ঘের চার লেনের সেতু ও ছয় লেন বিশিষ্ট সড়কের নির্মাণকাজের ভিত্তিফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী।
এছাড়া কার্গো অপারেশনের জন্য দুটি টাগ বোট, একটি বয়ালেয়িং ভেসেল, একটি সার্ভে বোট, দুটি নিরাপত্তা টহল জলযান ও দুটি পাইলট বোটের উদ্বোধন করা হবে।
এএইচ