পঞ্চগড়ে বিএইচবিএফসি’র শাখা অফিস উদ্বোধন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:২৭ পিএম, ২৮ অক্টোবর ২০২২ শুক্রবার
পঞ্চগড় জেলা সদরে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)-এর ৬৩তম শাখা অফিসের উদ্বোধন করা হয়েছে। গত ২৮ অক্টোবর পঞ্চগড়ের তেঁতুলিয়া রোডের অফিস অভ্যন্তরে আয়োজিত এক অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ অফিসটি উদ্বোধন করেন।
বিএইচবিএফসি'র ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ ও পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএইচবিএফসির ঋণ গ্রহীতা ও সেবা প্রার্থী, মিডিয়া কর্মী এবং প্রতিষ্ঠানটির রংপুর বিভাগের সকল অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
পঞ্চগড়ে বিএইচবিএফসি’র গৃহঋণ ব্যবস্থা আগে থেকেই চালু রয়েছে। সংস্থাটির দিনজপুর প্রধান শাখা থেকে এ অঞ্চলে ঋণ ও সেবা কার্যক্রম পরিচালনা করা হতো। সরকারি বিশেষায়িত এ প্রতিষ্ঠানটির গৃহঋণ সেবা হাতের নাগালে নিয়ে আসার জন্য পঞ্চগড় জেলা সদরে একটি অফিস খোলার বিষয়ে জেলাবাসী দীর্ঘদিন যাবৎ দাবী করে আসছিলেন। এলাকায় নতুন এ অফিস চালুর ফলে প্রতিষ্ঠানটির ঋণ সেবা জনগণের হাতের নাগালে পৌঁছেছে উল্লেখ করে এর ফলে এ অঞ্চলে গৃহঋণের প্রবাহ অনেক বাড়বে এবং জনগণ ব্যাপকভাবে উপকৃত হবে বলে অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। এফআইডি সচিব তাঁর বক্তব্যে ফসলী জমি রক্ষার উপর গুরুত্বারোপ করে বহুতল ভবন পদ্ধতিতে একই স্থানে বহুসংখ্যক মানুষের আবাসনের ব্যবস্থা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
কেআই//